মুম্বই : বাবার মতো হতে কে না চায় । কিন্তু, বাবার মতো হতে গিয়ে যেভাবে বার বার তুলনা টেনে নিয়ে আসা হয় সেই পরিস্থিতি অনেকেই মেনে নিতে পারেন না । আর সেই একই কারণে অভিনেতার পরিবর্তে লেখক হতে চেয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান ।
সম্প্রতি একটি চ্যাট শো-তে গিয়েছিলেন শাহরুখ । সেখানেই তিনি বলেন, "আমার ছেলে আরিয়ান অভিনেতা হতে চায় না । কারণ অভিনেতা হলে তাকে বার বার আমার সঙ্গে তুলনা করা হবে । আর সেই কারণেই অভিনেতার পরিবর্তে লেখক হতে চায় সে ।"
তিনি আরও বলেন, "ভারতে অভিনেতার ছেলে সাধারণত অভিনেতাই হয় । ঠিক আছে আরিয়ানকে দেখতে ভালো । লম্বা । কিন্তু, ও খুব ভালো লেখক । একদিন ও আমার কাছে এসে গোটা বিষয়টা খুলে বলে । বলে অভিনেতা হওয়ার পর কীভাবে ওকে সারাক্ষণ আমার সঙ্গে তুলনা করা হবে । সেই পরিস্থিতির মধ্যেই ও যেতে চায় না ।"
তবে আরিয়ান অভিনয় থেকে দূরে সরে গেলেও অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে পারেন সুহানা । কিছুদিন আগেই একটি শর্ট ফিল্মে অভিনয় করেছিলেন তিনি । বেশ কিছুদিন আগে শাহরুখ নিজেই বলেছিলেন যে, তাঁর মেয়ে অভিনেত্রী হতে চান । কিন্তু, সুহানাকে পড়াশোনার পরই ক্যারিয়ার নিয়ে চিন্তা করার পরামর্শ দিয়েছিলেন শাহরুখ ।