মুম্বই : এই জন্মে তো হল না । তাই পরের জন্মের জন্য এখনই রবিনা ট্যান্ডনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এক ফ্যান । তবে রবিনা জানান, সাত জন্মের জন্য আগে থেকেই বুকড রয়েছেন তিনি । তাই পরের জন্মের জন্য সম্ভব হবে না ।
মুম্বইতে এখন খুবই গরম । আর সেটাই খুব স্বাভাবিক বিষয় । এদিকে এতদিন হাতে কোনও কাজ না থাকলেই ঘুরতে যেতেন তারকারা । কিন্তু, এই বছরটা অন্য বছরগুলির থেকে একেবারেই আলাদা । কোরোনা থাবা বাসিয়েছে বিশ্বের প্রায় সব দেশেই । তাই কোরোনা সংক্রমণের আশঙ্কায় এখন ইচ্ছে ও সময় থাকা সত্ত্বেও ঘুরতে যেতে পারছেন না তাঁরা । অগত্যা বাড়িতেই কাটছে সময় । একই অবস্থা রবিনারও ।
গরমের মধ্যে বাড়িতেই বসে রয়েছেন তিনি । আর বরফে ঢাকা পাহাড়ের দেশে ঘুরতে যাওয়ার ছবি উলটে পালটে দেখছেন । বেশ কিছু ছবি সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করেন রবিনা । কয়েকটি ছবিতে বরফের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে ।