মুম্বই : নিজের গাড়ি নয় । অটোতে করে ভাইঝির মেহেন্দির অনুষ্ঠানে যোগ দিলেন রবিনা ট্যান্ডন । যদিও অটোচালক চিনতে ভুল করেননি তাঁকে । ইনস্টাগ্রামে অটোচালকের সঙ্গে কথা বলার একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি ।
ভাইঝির মেহেন্দি অনুষ্ঠান যোগ দেওয়ার জ্নয সকাল থেকেই তৈরি ছিলেন রবিনা ও তাঁর মেয়ে রাশা । কিন্তু, তাঁরা তৈরি হয়ে গেলেও গাড়ি আসতে অনেকটা দেরি করে । ফলে বাধ্য হয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অটোতে গিয়ে ওঠেন তাঁরা । অটোচালক আরশাদও সওয়াড়ি হিসেবে একজন অভিনেত্রীকে পেয়ে খুবই খুশি । রবিনার সঙ্গে গল্প জুড়ে দেন তিনিও । যাই হোক রবিনার 'অটো রাইড' যে খারাপ ছিল না তা অবশ্য তাঁর ইনস্টাগ্রাম ভিডিয়ো থেকেই স্পষ্ট ।