মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তে মাদক যোগের হদিশ পান তদন্তকারীরা । তারপরই তদন্তে নেমে মাদক যোগের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। এমনকী, তদন্ত চলাকালীন উঠে এসেছে একাধিক তারকার নাম । সম্প্রতি জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের তলব করছে NCB । তবে এ প্রঙ্গসে রবিনা ট্যান্ডন মনে করেন এই তদন্তে তারকারা হলেন সফট টার্গেট । মাদকের বিরুদ্ধে লড়াইটা শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা বিশ্বেরই এর বিরুদ্ধে লড়াই করা উচিত ।
কয়েকদিন আগে NCB-র পদক্ষেপকে স্বাগত জানিয়ে একটি টুইট করেছিলেন রবিনা । সেখানে তিনি লেখেন, "এটাই পরিষ্কার করার সঠিক সময় । স্বাগত ! এটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সাহায্য করবে । এখান থেকে শুরু হয়ে সব সেক্টরই পরিষ্কার করা হোক । ভিতর থেকে এটাকে উপরে ফেলা হোক । কারবারী, পাচারকারী ও ব্যবহারকারী সবাইকে শাস্তি দেওয়া হোক ।"
ওই টুইটটিকে শেয়ার করে আজ এই সংক্রান্ত আরও একটি নতুন টুইট করেন রবিনা । লেখেন, "স্থানীয় প্রশাসনের মদত ছাড়া মাদক সরবরাহ করা কোনওভাবেই সম্ভব নয় । আর সেই সব বড় মাথারা জিজ্ঞাসাবাদ থেকে বিরত থাকছে । যদিও কোনও সাংবাদিক একজন সরবরাহকারীর কাছে পৌঁছে যেতে পারেন, তাহলে প্রশাসন কীভাবে তাদের খোঁজ পাচ্ছে না ? তারকারাই সফট টার্গেট ।"