মুম্বই : একটু একটু করে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছিল OTT প্ল্যাটফর্মগুলো । আর কোরোনার পর তো এক ধাক্কায় অনেকটা এগিয়ে গেছে এই ডিজিটাল দুনিয়া । একে তো সিনেমা হলে যাওয়ার সমস্যা, অন্যদিকে ছবি মুক্তির হাজার ঝক্কি..সব মিলিয়ে OTT প্ল্যাটফর্মগুলোকে বেছে নিয়েছেন অনেকেই । একাধিক বড় তারকাও মেনে নিয়েছেন OTT-র কার্যকারিতা ।
OTT প্ল্যাটফর্মের নিয়মিত অভিনেত্রী রসিকা দুগল বেশ খুশি এই পরিবর্তনে । তাঁর মতে, কোনও নিরাপত্তাহীনতা ছাড়া এবার এই ডিজিটাল দুনিয়াকে গ্রহণ করার সময় এসেছে ।