মুম্বই : বছরের ৩৬৫ দিনের মধ্যে ৩৫০ দিনই কাজ করেন পঙ্কজ ত্রিপাঠী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এই কথা বলে পঙ্কজ বলেছিলেন যে, একটা লম্বা ছুটিতে যেতে চান তিনি। আর সেই ছুটিতে গিয়েই বিপত্তি। স্কটল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে একটি দুর্ঘটনায় পাঁজরের তিনটি হাড় ভাঙে অভিনেতার।
তা সত্ত্বেও '৮৩'-র জন্য শুটিং করে চলেছেন পঙ্কজ। সেই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর সিং। অ্যাক্সিডেন্ট হওয়ার পর পঙ্কজ ত্রিপাঠীকে আর জড়িয়ে ধরছেন না রণবীর।