পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শুটিং ফ্লোরে পঙ্কজকে জড়িয়ে ধরা বন্ধ করে দিলেন রণবীর? - রণবীর সিং

বলিউডের অন্যতম প্রশংসিত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। তাঁর অভিনয়ের দক্ষতা নিয়ে প্রশ্ন করতে পারবেন না কোনও মানুষই। আর ব্যবহারেও বেশ সাদামাটা পঙ্কজ। তাহলে কী এমন হল যে, রণবীর সিং আর জড়িয়ে ধরেন না পঙ্কজকে?

রণবীর সিং

By

Published : Jun 25, 2019, 7:45 PM IST

মুম্বই : বছরের ৩৬৫ দিনের মধ্যে ৩৫০ দিনই কাজ করেন পঙ্কজ ত্রিপাঠী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এই কথা বলে পঙ্কজ বলেছিলেন যে, একটা লম্বা ছুটিতে যেতে চান তিনি। আর সেই ছুটিতে গিয়েই বিপত্তি। স্কটল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে একটি দুর্ঘটনায় পাঁজরের তিনটি হাড় ভাঙে অভিনেতার।

তা সত্ত্বেও '৮৩'-র জন্য শুটিং করে চলেছেন পঙ্কজ। সেই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর সিং। অ্যাক্সিডেন্ট হওয়ার পর পঙ্কজ ত্রিপাঠীকে আর জড়িয়ে ধরছেন না রণবীর।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে পঙ্কজ বলেন, "রণবীর আর ছবির পুরো কাস্ট আমায় জড়িয়ে ধরা বন্ধ করে দিয়েছে। ওঁরা ভয় পায় যে, আমার আঘাত লেগে যেতে পারে।"

আশা করা যায়, পঙ্কজ ত্রিপাঠী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। শুভেচ্ছা রইল ETV ভারত সিতারার।

ABOUT THE AUTHOR

...view details