মুম্বই : ইনি 'গালি বয়' রণবীর সিংয়ের দিদি ঋতিকা সিং ভবনানি। আর আজ তাঁর 36 তম জন্মদিন। ঋতিকার ছোটোবেলার একটি ছবি শেয়ার করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেতা।
এক বলিউড তারকার বোন ইনি, চিনতে পারছেন? - Bollywood star
এক অতি পরিচিত বলিউড স্টারের বোন ইনি। কিন্তু, বলিউডের সঙ্গে সরাসরি কোনও যোগ নেই তাঁর। বলুন তো কে?
বলিউড স্টার
সমুদ্রসৈকতে একটি আরাম কেদারায় আধশোয়া ঋতিকা। পাশে রয়েছে মিউজ়িক সিস্টেম। ক্যাপশনে রণবীর লিখেছেন, "অনেকটাই গুছিয়ে নিয়েছ..শুভ জন্মদিন দিদি..আমি তোমায় ভালোবাসি।"
দেখে নিন রণবীরের পোস্ট...