পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রণবীরের নতুন হেয়ারস্টাইল - Ranveer rocks man bun

রণবীরের হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় দেখা গেল দীপিকা পাডুকোনকে । সম্প্রতি স্বামীর চুল বেঁধে দেন তিনি । সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন রণবীর ।

োে্
ো্

By

Published : Jul 21, 2020, 7:30 AM IST

মুম্বই : মাঝে মধ্যেই লুক পরিবর্তন করতে দেখা যায় রণবীর সিংকে । প্রায়ই নয়া লুকে দেখা যায় তাঁকে । আর এবার রণবীরের হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় দেখা গেল দীপিকা পাডুকোনকে । সম্প্রতি স্বামীর চুল বেঁধে দেন তিনি । আর সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন রণবীর ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন রণবীর । সব চুলগুলিকে একসঙ্গে নিয়ে তাঁর মাথায় একটা ছোট্ট বান তৈরি করে দেন দীপিকা । নতুন এই হেয়ারস্টাইল বেশ পছন্দ হয়েছে বলেও জানিয়েছেন 'পদ্মাবত' অভিনেতা ।

জাপানি পরিচালক আকিরা কুরোসাওয়ার ছবি 'ওজিম্বো'। সেখানে সামুরাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তোশিরো মিফুন । এই নতুন হেয়ারস্টাইলে সামুরাইদের মতো তাঁকে দেখতে লাগছে বলে মনে করেন রণবীর । 'ওজিম্বো' ছবিতে মিফুনের চরিত্রর সঙ্গে নিজের নয়া লুকের মিল পাচ্ছেন বলে ছবির ক্যাপশনে জানান তিনি । পাশাপাশি ছবি দেখে ফ্যানদের কী মনে হচ্ছে সেটাই জানতে চান ।

এদিকে এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে সেখানে ফ্যানদের পাশাপাশি কমেন্ট করতে শুরু করেন তারকারা । ইমোজিতে ভরে যায় তাঁর কমেন্ট বক্স ।

লকডাউনের মধ্যে শুটিং বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই বাড়িতে একসঙ্গে সময় কাটাচ্ছেন দীপিকা ও রণবীর । আর মাঝে মধ্যেই বিভিন্ন ছবি পোস্ট করে ফ্যানদের আপডেট দেন তাঁরা । কখনও ঘর পরিষ্কার করছেন, কখনও রান্না করছেন, আবার কখনও একে অপরের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা গিয়েছে তাঁদের ।

কাজের দিক থেকে একসঙ্গে '83' ছবিতে অভিনয় করেছেন এই তারকা দম্পতি । সেখানে কপিল দেবের চরিত্রে দেখা গিয়েছে রণবীরকে । মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি । এ বছরের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে হল বন্ধ হয়ে যাওয়ায় পিছিয়ে গিয়েছে ছবি মুক্তির তারিখ । সব ঠিক থাকলে এ বছরের বড়দিনে মুক্তি পাবে '83'।

ABOUT THE AUTHOR

...view details