মুম্বই : মাঝে মধ্যেই লুক পরিবর্তন করতে দেখা যায় রণবীর সিংকে । প্রায়ই নয়া লুকে দেখা যায় তাঁকে । আর এবার রণবীরের হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় দেখা গেল দীপিকা পাডুকোনকে । সম্প্রতি স্বামীর চুল বেঁধে দেন তিনি । আর সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন রণবীর ।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন রণবীর । সব চুলগুলিকে একসঙ্গে নিয়ে তাঁর মাথায় একটা ছোট্ট বান তৈরি করে দেন দীপিকা । নতুন এই হেয়ারস্টাইল বেশ পছন্দ হয়েছে বলেও জানিয়েছেন 'পদ্মাবত' অভিনেতা ।
জাপানি পরিচালক আকিরা কুরোসাওয়ার ছবি 'ওজিম্বো'। সেখানে সামুরাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তোশিরো মিফুন । এই নতুন হেয়ারস্টাইলে সামুরাইদের মতো তাঁকে দেখতে লাগছে বলে মনে করেন রণবীর । 'ওজিম্বো' ছবিতে মিফুনের চরিত্রর সঙ্গে নিজের নয়া লুকের মিল পাচ্ছেন বলে ছবির ক্যাপশনে জানান তিনি । পাশাপাশি ছবি দেখে ফ্যানদের কী মনে হচ্ছে সেটাই জানতে চান ।