মুম্বই : মুম্বইয়ের প্রভাদেবীর বিউমন্ডে টাওয়ার । এখানেই রয়েছে দীপিকা পাডুকোনের ফ্ল্যাট । ক্যারিয়ারের শুরুর দিকে এই ফ্ল্যাট কিনেছিলেন অভিনেত্রী । বিয়ের পর রণবীর সিংয়ের সঙ্গে ওই ফ্ল্যাটেই থাকেন তিনি । শোনা যাচ্ছে, এবার ওই অ্যাপার্টমেন্টেই একটি ফ্ল্যাট ভাড়া হিসেবে নিয়েছেন রণবীর । আর তার ভাড়া হিসেবে প্রতি মাসে রণবীরকে গুনতে হবে 7.25 লাখ টাকা ।
দীপিকার অ্যাপার্টমেন্টেই 7.25 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট ভাড়া রণবীরের
দীপিকার অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট ভাড়া নিলেন রণবীর সিং । তার জন্য প্রতি মাসে তাঁকে গুনতে হবে 7.25 লাখ টাকা ।
2007 'ওম শান্তি ওম' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন দীপিকা । এরপর 2010 সালেই প্রভাদেবীতে 16 কোটি টাকা দিয়ে ওই ফ্ল্যাট কেনেন তিনি । 2018 সালের 14 নভেম্বর ইট্যালির লেক কোমোতে রণবীরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন দীপিকা । বিয়ের পর দীপিকার 16 কোটির ফ্ল্যাটে থাকা শুরু করেন রণবীর । আর এবার সেই অ্যাপার্টমেন্টের মধ্যেই একটি ফ্ল্যাট ভাড়া নিলেন রণবীর । তিন বছরের জন্য ওই ফ্ল্যাটটি ভাড়া নেন তিনি । দু'বছর ধরে ফ্ল্যাটের ভাড়া হিসেবে রণবীরকে গুনতে হবে 7.25 লাখ টাকা । আর তৃতীয় বছরে তাঁকে ফ্ল্যাটের ভাড়া হিসেবে দিতে হবে 7.97 লাখ টাকা । অ্যাপার্টমেন্টের মধ্যে ফ্ল্যাট থাকা সত্ত্বেও কেন রণবীর একটি ফ্ল্যাট ভাড়া নিলেন তা অবশ্য জানা যায়নি । তবে এনিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে বি টাউনে ।
কাজের দিক থেকে 'ছপাক'-এর প্রচার নিয়ে এখন খুবই ব্যস্ত দীপিকা । সেখানে একজন অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেছেন তিনি । 10 জানুয়ারি মুক্তি পাবে ছবিটি । অন্যদিকে, কবীর খানের '৮৩' ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর । এছাড়া করণ জোহারের 'তখত' ছবিও রয়েছে তাঁর ঝুলিতে ।