পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দীপিকা পাডুকোনের MET gala লুক দেখে মুগ্ধ রণবীর - bollywood

এই নিয়ে তৃতীয়বার MET gala-য় ভারতের হয়ে প্রতিনিধত্ব করলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। তাঁর এই লুকে এককথায় মুগ্ধ স্বামী রণবীর সিং।

ফোটো সৌজন্য ইনস্টাগ্রাম

By

Published : May 8, 2019, 3:09 PM IST

মুম্বই : একটি শব্দেই দীপিকার MET gala লুকের প্রশংসা সারলেন রণবীর সিং। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে দীপিকার প্রশংসায় রণবীর লেখেন, "লাভ ইট!!!স্যামসিং!!!"

ফোটো সৌজন্য ইনস্টাগ্রাম

গত সোমবার থেকে নিউইয়র্কে শুরু হয়েছে MET gala 2019। এবারের থিম 'ক্যাম্প : নোটস অন ফ্যাশন'। সেই মতোই দীপিকাকে দেখা গেছিল রূপকথার পরীদের মতো। হালকা গোলাপী গাউনে অনবদ্য় দেখাচ্ছিল দীপিকাকে।

এই প্রথম নয়, এর আগে আরও দুবার MET gala-য় উপস্থিত ছিলেন দীপিকা। প্রত্যেরবারই তিনি নিজের ফ্যাশন দিয়ে নজর কেড়েছেন।

দেখুন সেই ছবি...

ABOUT THE AUTHOR

...view details