মুম্বই : একটি শব্দেই দীপিকার MET gala লুকের প্রশংসা সারলেন রণবীর সিং। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে দীপিকার প্রশংসায় রণবীর লেখেন, "লাভ ইট!!!স্যামসিং!!!"
গত সোমবার থেকে নিউইয়র্কে শুরু হয়েছে MET gala 2019। এবারের থিম 'ক্যাম্প : নোটস অন ফ্যাশন'। সেই মতোই দীপিকাকে দেখা গেছিল রূপকথার পরীদের মতো। হালকা গোলাপী গাউনে অনবদ্য় দেখাচ্ছিল দীপিকাকে।