মুম্বই : রণবীর সিংয়ের অভিনয় দক্ষতা আজ প্রশ্নাতীত। বিশেষ করে 'গালি বয়'-র সাফল্যের পর এটা একটা প্রতিষ্ঠিত সত্যি। আর তাঁর আগামী ছবি '৮৩' তেও দর্শক তাঁকে নিয়ে অনেক প্রত্যাশা রেখেছেন।
'৮৩'-তে রণবীর কপিল দেবের ভূমিকায়। তাঁকে একসময় 'হরিয়ানা হ্যারিকেন' বলা হত। সেই মানুষটিকে পরদায় ফুটিয়ে তুলতে রীতিমতো ট্রেনিং চলছে রণবীরের।