মুম্বই : জয়পুরে নিউ ইয়ার সেলিব্রেট করবেন কাপুররা । নীতু কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাটেরা সকালেই পৌঁছে গেছেন রাজস্থান । এবার জানা গেল যে, তাঁদের সঙ্গে রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনও সামিল এই পার্টিতে ।
সেলিব্রেশন শুরু কাপুরদের - রণবীর সিংয়ের খবর
নিউ ইয়ারের সেলিব্রেশন শুরু হয়ে গেল কাপুর পরিবারে । আর অতিথি হিসেবে কে এলেন জানেন ? রণবীর সিং ।
![সেলিব্রেশন শুরু কাপুরদের Ranbir kapoor latest news](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10052215-1009-10052215-1609261256809.jpg)
Ranbir kapoor latest news
নীতু একটি সেলফি তুলে শেয়ার করেছেন তাঁর ইনস্টাস্টোরিতে । ছেলে রণবীরের সঙ্গে সেখানে হাসিমুখে দেখা যাচ্ছে রণবীর সিংকেও । সিং মানেই পাগলামি, মজা, হুল্লোড় । সব মিলিয়ে নিউ ইয়ারটা জমে যাবে তাঁদের ।
আরও একটি ছবিতে মেয়ে ঋদ্ধিমার সঙ্গে দেখা যাচ্ছে নীতুকে । ক্যাপশনে লেখা "নতুন বছরের শুরু ।" হাতে দু'দিন থাকলেও সেলিব্রেশনে আর দেরি করছেন তাঁরা । দেখে নিন বর্ষবরণের ছবি...