মুম্বই : রাণু মণ্ডলের প্রথম রেকর্ড করা গান 'তেরি মেরি কাহানি' ইতিমধ্যেই খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এবার 'হ্যাপি হার্ডি অ্যান্ড হির' ছবিরই আর একটি গান রেকর্ড করলেন 'রাণুদি'। গানের নাম 'আদত'।
হিমেশ শেয়ার করেছেন সেই গানের এক ঝলক। ক্যাপশনে লিখেছেন, "এপিক ট্র্যাক 'তেরি মেরি কাহানি'-র পর রাণু মণ্ডলের ভগবানপ্রদত্ত কণ্ঠে রেকর্ড করলাম আরও একটা গান 'আদত'। গানটির একটি ঝলক আপনাদের জন্য।"
ইন্টারনেট জুড়ে এখন রাণু মণ্ডলের আধিপত্য। তাঁর গাওয়া গান হোক বা তাঁর গানকে উপহাস করে তৈরি TikTok ভিডিয়ো, সবদিকেই রাণু মণ্ডল। সম্প্রতি এমনও শোনা গেছিল যে, সলমন খান নাকি 55 লাখ টাকার ফ্ল্যাট উপহার দিয়েছেন গায়িকাকে। তবে সলমন-ঘনিষ্ঠরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রাণু মণ্ডলের সঙ্গে কোনও পরিচয়ই নেই ভাইজানের। ফ্ল্যাট উপহার দেওয়ার খবরও ভুয়ো, জানিয়েছেন তাঁরা।
রানাঘাটের রেলওয়ে স্টেশনেই বেশিরভাগ সময় কাটাতেন রাণু মণ্ডল। হঠাৎই একদিন অতীন্দ্র চক্রবর্তী নামে এক ব্যক্তির নজরে পড়েন তিনি। অতীন্দ্রর সাহায্যেই রাণু মণ্ডলের কণ্ঠ ছড়িয়ে পড়ে বিশ্বের দরবারে। এরপর তিনি মুম্বই পাড়ি দেন। তবে রাণুর মতে সবটাই ভগবানের কৃপা। অতীন্দ্রর মতো মানুষ "ভগবানের চাকর" হিসেবে এসেছেন তাঁর জীবনে।