মুম্বই : এবার সামনে এল রাণু মণ্ডলের প্লেব্যাক করার ভিডিয়ো। সোশাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল সেই গান।
মুহূর্তে ভাইরাল 'রাণুদির' রেকর্ডিংয়ের ভিডিয়ো
হিমেশ রেশমিয়ার পরবর্তী ছবি 'হ্যাপি হার্ডি অ্যান্ড হির'-তে প্লেব্যাক করছেন রানাঘাটের সেনসেশন রাণু মণ্ডল। তিনি এখন অবশ্য শুধুমাত্র রানাঘাটের নেই। সমগ্র বাংলার মুখ উজ্জ্বল করছেন তিনি।
রাণু মণ্ডল প্লেব্যাক
ভিডিয়োয় শেয়ার হওয়া গান শুনে মুগ্ধ হতে বাধ্য দর্শক। বর্তমান প্রজন্মের রোম্যান্টিক গান কি সুন্দর মানিয়েছে রাণুদেবীর কণ্ঠে! পাশে দাঁড়িয়ে সংগীত পরিচালক হিমেশ..তাঁর মুখেও সন্তুষ্টির ছাপ।
দেখে নিন ভিডিয়ো...