পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

গলায় 'DDLJ'-র গান, দীপাবলিতে ফের ভাইরাল রাণু মণ্ডল - Ranu Mondal trending

'এক প্যায়ার কা নগমা' গেয়ে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন রাণু মণ্ডল। তারপর মাঝে কিছুদিনের বিরতি। আবার ভাইরাল রাণু। তবে এবার 'দিলওয়ালে দুলহানিয়া' (DDLJ)-র গান গেয়ে।

Ranu Mondal latest story

By

Published : Oct 28, 2019, 10:25 PM IST

মুম্বই : 'তুঝে দেখা তো ইয়ে জানা সনম', এই গান গেয়ে ফের ভাইরাল রাণু মণ্ডল। একটি মালয়লম রিয়েলিটি শো 'কমেডি স্টারস'-এ গিয়ে এই গান করলেন রানাঘাটের রাণুদি।

সাদার উপর রঙিন অ্যাপ্লিক করা শাড়ি পরে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছিল রাণুকে। 'হ্যাপি হার্ডি অ্যান্ড হির' ছবিতে তাঁর গাওয়া 'তেরি মেরি কাহানি' তো গাইলেনই, সঙ্গে গাইলেন 'DDLJ'-র সেই এভারগ্রিন গান, যা কোনওদিন পুরোনো হবে না।

মাঝে কিছুদিনের জন্য সেভাবে আর খবর পাওয়া যাচ্ছিল না রাণু মণ্ডলের। কিছুদিন আগে অন্য একটি মালয়লম শোয়ে এসেছিলেন তিনি। এছাড়া আর সেরকম কোনও খবর পাওয়া যায়নি তাঁকে নিয়ে। কিন্তু আবার দীপাবলির আলোয় ফের উজ্জ্বল হয়ে উঠলেন এক সময়ের ইন্টারনেট সেনসেশন রাণুদি।

দেখে নিন সেই ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details