মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আরও জোরাল হয়ে উঠেছে নেপোটিজ়ম বিতর্ক । বলিউডে নেপোটিজ়ম নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে অনেককেই । এটা নতুন কোনও বিষয় নয় । 70-80-র দশকেও ইন্ডাস্ট্রিতে নেপোটিজ়মের শিকার হতে হয় অনেকেই । আর সেই তালিকায় রয়েছেন রণজিৎও । সম্প্রতি একথা জানান প্রবীণ এই অভিনেতা নিজেই ।
বলিউডের বেশিরভাগ ছবিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন রণজিৎ । 70-80-র দশকে অন্যতম সেরা খলনায়ক ছিলেন তিনি । একটা সময় নেপোটিজ়মের শিকার হতে হয়েছিল তাঁকেও । একটি সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে রণজিৎ বলেন, "নেপোটিজ়ম সব সময়ই ছিল । 'সিলসিলা' ছবিতে অভিনয় করার কথা ছিল পরভিন ববির । কিন্তু, প্রযোজক ভাবেন যে সেখানে জয়া বচ্চনকে বেশি ভালো লাগবে । এরপর 'শোলে'-র জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল ড্যানিকে । কিন্তু, অন্য সিনেমা নিয়ে ব্যস্ত থাকার জন্য সেই ছবি করতে পারেননি তিনি । এরপর ওই চরিত্রর জন্য বলা হয় আমাকে । ড্যানি যেহেতু আমার খুব ভালো বন্ধু তাই আমিই সেই প্রস্তাব নাকচ করে দিই । তখনই ওই চরিত্র চলে গিয়েছিল অন্য অভিনেতার হাতে । এগুলি হত । আমি কোনও গ্রুপে ছিলাম না । যদিও সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল । সবার থেকেই ভালোবাসাও পেয়েছি ।"