পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

তৈরি হতে পারে 'মর্দানি 3', জানালেন রানি - রানি মুখার্জির খবর

'মর্দানি 2'-এর দারুণ সাফল্যের পর 'মর্দানি 3' নিয়ে পরিকল্পনা শুরু করেছেন রানি মুখার্জি । এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানালেন স্বয়ং অভিনেত্রী ।

Rani Mukherjee in Mardaani 3
Rani Mukherjee in Mardaani 3

By

Published : Mar 21, 2020, 7:59 PM IST

মুম্বই : 'মর্দানি 2' যেমন সমালোচকদের প্রশংসা পেয়েছে, তেমন দর্শকেরও মন জিতে নিয়েছে । স্টোরিলাইন, স্ক্রিপ্ট, পরিচালনা এবং সর্বোপরি রানি মুখার্জি ও বিশাল জেঠওয়ার অসাধারণ অভিনয়ে মুগ্ধ হয়েছিল সবাই । আর তাই 'মর্দানি 3' তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রবল ভাবে ।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানালেন রানি মুখার্জি । 'মর্দানি 2' এর সাফল্য সকলের প্রত্যাশা এতটা বাড়িয়ে দিয়েছে যে, 'মর্দানি 3' নিয়ে ভাবতে বাধ্য হচ্ছেন নির্মাতারা ।

শিবানী শিবাজি রায়

তবে একটা ফ্রাঞ্চাইজ়ি একবার সফল হয়ে গেলে, তার পরবর্তী ইনস্টলমেন্ট নিয়ে অনেক বেশি আশা থাকে দর্শকের । বিশেষ করে কাহিনিকে আরও বেশি জোরদার হতে হয় সিনেপ্রেমীদের ধরে রাখার জন্য । তাই উপযুক্ত গল্পের খোঁজ চলছে, জানালেন রানি । তবে সেটা প্রাসঙ্গিক ঘটনার উপর ভিত্তি করেই হবে, বললেন অভিনেত্রী ।

দাপিয়ে অভিনয় করেছেন রানি..

এই খবর অবশ্যই রানির অনুরাগীদের জন্য একটা সুখবর । তবে এই প্রসঙ্গে আর বেশি কিছু বলতে চাননি অভিনেত্রী ।

ABOUT THE AUTHOR

...view details