মুম্বই : 'মর্দানি 2' যেমন সমালোচকদের প্রশংসা পেয়েছে, তেমন দর্শকেরও মন জিতে নিয়েছে । স্টোরিলাইন, স্ক্রিপ্ট, পরিচালনা এবং সর্বোপরি রানি মুখার্জি ও বিশাল জেঠওয়ার অসাধারণ অভিনয়ে মুগ্ধ হয়েছিল সবাই । আর তাই 'মর্দানি 3' তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রবল ভাবে ।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানালেন রানি মুখার্জি । 'মর্দানি 2' এর সাফল্য সকলের প্রত্যাশা এতটা বাড়িয়ে দিয়েছে যে, 'মর্দানি 3' নিয়ে ভাবতে বাধ্য হচ্ছেন নির্মাতারা ।