মুম্বই : 'মর্দানি 2' ছবিতে রানি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন। কোটা শহরের এক ভয়ানক ধর্ষককে ধরার জন্য সেই পুলিশ ও তার টিম দিন রাত এক করে ফেলছেন। আমাদের চারপাশের জীবনেও এরকম বহু মহিলা পুলিশ অফিসার রয়েছেন, যাঁরা এই সমাজকে অপরাধ মুক্ত রাখতে অক্লান্ত পরিশ্রম করেন। তাঁদের সম্মান জানাচ্ছেন রানি।
IANS-কে অভিনেত্রী বললেন, "ট্রাফিক পুলিশ অনেক ক্রাইম প্রতিরোধ করেন। আমাদের, আমাদের পরিবার ও নারীদের সুরক্ষিত রাখার জন্য তাঁরা সযত্নে এই কাজ করে যান। আমি অনেক ট্রাফিক পুলিশের সঙ্গে দেখা করেছি। এই চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে ওঁদের থেকে অনেক কিছু শিখেছি।"