মুম্বই : 2005 সালে 'বান্টি ঔর বাবলি' ছবিতে রানি মুখার্জি ও অভিষেক বচ্চনের জুটি ভোলার নয় । সমালোচকদের প্রশংসা পাওয়ার সঙ্গে সেই ছবি কাঁপিয়েছিল বক্স অফিসও । ফের বড় পরদায় আসতে চলেছে 'বান্টি ঔর বাবলি'-র সিকুয়েল । তবে সেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন সিদ্ধার্থ চতুর্বেদী ও শর্বরী । তাহলে রানি আর সইফের এই ছবির সঙ্গে কী কানেকশন?
আসলে এই সিকুয়েলে নিজের পুরোনো অবতারেই ফিরছেন রানি । তবে অভিষেকের পরিবর্তে থাকছেন সইফ । সইফ আর রানিকে 'সিনিয়র' বান্টি ও বাবলি হিসেবে পাবে এই ছবি । সইফের চরিত্রটি প্রথমে অভিষেককেই অ্যাপ্রোচ করা হয়েছিল । কিন্তু, কোনও কারণে অভিষেক করতে পারেননি কাজটা । তাঁর জায়গায় এসেছেন সইফ ।
2005 সালের 'বান্টি ঔর বাবলি' এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রানি বলেন, "ছবিটা দর্শকের থেকে তুমুল ভালোবাসা পেয়েছিল, আর সেই জন্যই এই সিকুয়েল । আমায় আর অভিষেককে অ্যাপ্রোচ করা হয়েছিল এই সিকুয়েলে 'অরিজিনাল' বান্টি আর বাবলি হিসেবে । কিন্তু, দুর্ভাগ্যবশত অভিষেক করতে পারেনি কাজটা । আমরা ওকে খুব মিস করব ।"
বিশেষ চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন তবে সইফকে পেয়েও খুশি রানি । তিনি বলেন, "সইফ সঙ্গে কাজ করার দারুণ অভিজ্ঞতা রয়েছে আমার । সিকুয়েলে আমরা নিশ্চয়ই নতুন কিছু করব ।" দর্শকের কাছ থেকে একইরকম ভালোবাসা পাওয়ার আশা করছেন রানি ।
সইফ ও রানির জুটিতে রয়েছে একাধিক হিট ছবি অন্যদিকে সইফ বললেন, "পুরোপুরি রিবুটেড সিকুয়েল আর আজকের উপযোগী করে তৈরি । স্ক্রিপ্টটা পড়েই আমি কাজটা করার সিদ্ধান্ত নিয়ে নিই । পুরো পরিবারের একসঙ্গে বসে দেখার মতো ছবি এটি ।" সইফ আর রানির মতো দর্শকও তৈরি 'বান্টি ঔর বাবলি 2' দেখার জন্য ।