মুম্বই : রানি মুখার্জির ক্যারিয়ারে ওঠানামা আছে অনেক । তবে তাঁর কোনও ছবিকে 'খুব খারাপ' ক্যাটেগরির অন্তর্ভুক্ত করা যায় না । কমার্শিয়াল ছবিগুলোতেও রানি নিজের প্রাসঙ্গিকতা ও চরিত্রের গুরুত্ব বজায় রেখেছেন । তবে সব ছবিকে যদি নম্বরের নিরিখে ভাগ করা যায়, তাহলে 'ব্ল্যাক' ছবিটি বোধহয় অনেকটা উপরের দিকেই থাকবে ।
সঞ্জয়লীলা বনসালি পরিচালিত 'ব্ল্যাক' এক প্রতিবন্ধী মেয়ের গল্প । মিশেল, যে কিনা চোখে দেখে না, কানে শোনে না, কথাও বলতে পারে না । অন্ধকার মিশেলের জীবনে আলো নিয়ে আসে তার টিচার বা শিক্ষক (অমিতাভ বচ্চন) । নিজের সমস্ত সীমাবদ্ধতাকে নিয়েও 'ব্ল্যাক' থেকে ধীরে ধীরে আলোয় ফেরে মিশেল ।
এই মিশেলের চরিত্রে অভিনয় করেছিলেন রানি । শুধু অভিনয় করেননি, সবাইকে এক কথায় বাকরুদ্ধ করে দিয়েছিলেন তিনি । তবে জানেন কি যে, প্রথমে চরিত্রটি করতেই চাননি অভিনেত্রী !