মুম্বই : রঙ্গোলি নিজের টুইটার অ্যাকাউন্টকে বিতর্ক তৈরি করার একটা মাধ্যম বানিয়ে ফেলেছেন। প্রতিদিনই তিনি কোনও না কোনও ব্যক্তিত্বের দিকে কাদা ছোঁড়েন, প্রয়োজনে বা অপ্রয়োজনে। এবার তাঁর নিশানায় হৃতিক রোশন।
সম্প্রতি 'সুপার ৩০' ছবিতে নিজের কমপ্লেকশনকে অনেকটা কালো করে অভিনয় করেছেন হৃতিক। কথাবার্তার মধ্যে অনেক পরিবর্তন এনে একটা আঞ্চলিক ভাব ফুটিয়ে তুলেছেন। এই ব্যাপারটিকেই নিয়ে মশকরা করেছেন রঙ্গোলি।