পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"রোজ কঙ্গনার ছবিতে পুজো কর", হৃতিককে পরামর্শ রঙ্গোলির - Hrithik Roshan

বক্স অফিসে বেশ ভালো ফল করছে হৃতিক রোশন অভিনীত 'সুপার ৩০'। প্রশংসিত হয়েছে রোশনের অভিনয়ও। তবে তাতে কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেলের তেমন কিছু এসে যায় না। কারণ সোশাল মিডিয়ায় তিনি হৃতিকের লুক আর অভিনয় নিয়ে মশকরা করলেন।

কঙ্গনা রানাওয়াত

By

Published : Aug 1, 2019, 2:52 PM IST

মুম্বই : রঙ্গোলি নিজের টুইটার অ্যাকাউন্টকে বিতর্ক তৈরি করার একটা মাধ্যম বানিয়ে ফেলেছেন। প্রতিদিনই তিনি কোনও না কোনও ব্যক্তিত্বের দিকে কাদা ছোঁড়েন, প্রয়োজনে বা অপ্রয়োজনে। এবার তাঁর নিশানায় হৃতিক রোশন।

সম্প্রতি 'সুপার ৩০' ছবিতে নিজের কমপ্লেকশনকে অনেকটা কালো করে অভিনয় করেছেন হৃতিক। কথাবার্তার মধ্যে অনেক পরিবর্তন এনে একটা আঞ্চলিক ভাব ফুটিয়ে তুলেছেন। এই ব্যাপারটিকেই নিয়ে মশকরা করেছেন রঙ্গোলি।

টুইটারে কঙ্গনার দিদি লিখেছেন, "মুখে কালো রঙ লাগিয়ে, মান্ধাতা আমলের অভিনয় করে, এত মহান একজনের বায়োপিককে খারাপ করে দিল। সবসময় কঙ্গনার কথা ভাবলে অভিনয় করবে কখন?"

রঙ্গোলি আরও লেখেন, "কঙ্গনাকে নিজের গুরু মনে করে রোজ ওঁর ছবিতে পুজো কর। একটু অভিনয় শিখে নে।"

ABOUT THE AUTHOR

...view details