পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিতর্কিত টুইটের জেরে ব্লক রঙ্গোলির অ্যাকাউন্ট - controversial post

মোরাদাবাদে চিকিৎসকদের উপর হামলার ঘটনা নিয়ে টুইট করেছিলেন রঙ্গোলি চান্দেল । সেখানে হামলাকারীদের 'নাৎজ়ি' বলে উল্লেখ করেন তিনি । এরপরই বন্ধ করে দেওয়া হয় তাঁর টুইটার অ্যাকাউন্ট ।

sdf
df

By

Published : Apr 16, 2020, 3:24 PM IST

Updated : Apr 16, 2020, 4:43 PM IST

মুম্বই : বিতর্কিত টুইটের জেরে বন্ধ করে দেওয়া হল রঙ্গোলি চান্দেলের টুইটার অ্যাকাউন্ট । মোরাদাবাদে চিকিৎসকদের উপর হামলার ঘটনা নিয়ে টুইট করেছিলেন তিনি । তার প্রেক্ষিতেই বন্ধ করে দেওয়া হয় তাঁর টুইটার অ্যাকাউন্ট ।

উত্তরপ্রদেশের মোরাদাবাদে কোরোনায় মৃত্যু হয় এক ব্যক্তির । তাঁর সংস্পর্শে এসেছিলেন অনেকেই । গতকাল তাঁদেরই চিহ্নিত করে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানোর জন্য সেখানে যায় চিকিৎসকদের একটি দল । তখনই চিকিৎসকদের উপর হামলা চালানো হয় । পরে চিকিৎসকদের উদ্ধার করতে গেলে পুলিশের উপরও হামলা চালান স্থানীয় বাসিন্দারা । এই ঘটনায় একজন চিকিৎসক সহ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন ।

এই ঘটনার প্রেক্ষিতে একটি টুইট করেন রঙ্গোলি । যেখানে হামলাকারীদের 'নাৎজ়ি' বলে উল্লেখ করেন তিনি । তারপরই তাঁর অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয় । 'নাৎজ়ি' শব্দটিকে বিতর্কিত বলে মনে করেন অনেকেই ।

মাইক্রো ব্লগিং সাইটগুলির পলিসি হল- যদি হিংসা, সন্ত্রাসবাদ ও উস্কানিমূলক কোনও টুইট করা হয় তাহলেই সেই ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে । আর সেটাই করা হয়েছে রঙ্গোলির ক্ষেত্রেও ।

বরাবরাই সব ধরনের বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা যায় রঙ্গোলিকে । কোনও না কোনও বিষয় নিয়ে সব সময়ই নিজের মত প্রকাশ করেন তিনি । সেটা কাউকে কটাক্ষ করেই হোক বা আক্রমণ করে । একাধিকবার টুইটারে বিতর্কিত মন্তব্য করে নেটিজ়েনদের কটাক্ষের মুখেও পড়েছিলেন তিনি ।

Last Updated : Apr 16, 2020, 4:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details