মুম্বই : কঙ্গনা-রাজকুমারের 'জাজমেন্টাল হ্যায় কেয়া'-র ট্রেলার দর্শকের সামনে এসে গেছে । ভক্তদের পাশাপাশি বলিউড স্টাররাও ট্রেলারটির প্রশংসা করছেন । এই তালিকায় রয়েছে বরুণ ধাওয়ানের নামও । তিনি টুইট করে ট্রেলারটির প্রশংসা করেন । কিন্তু তা পছন্দ হয়নি কঙ্গনার বোন রঙ্গোলির ।
সোশাল মিডিয়ায় ছবিটির ট্রেলারের প্রশংসা করার সময় কঙ্গনার নামের উল্লেখ করেননি বরুণ । আর তাতেই খারাপ লেগেছে রঙ্গোলির । বরুণ টুইট করেন, "কি ভালো ট্রেলার । চমৎকার লিড ও সাপোর্টিং কাস্ট । খুব ভালো চিত্রনাট্য । দেখে খুব মজা হবে বলে মনে হচ্ছে ।"