পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অ্যাওয়ার্ড ফিক্সিং করছেন আলিয়া ? তোপ রঙ্গোলির.. - আলিয়া ভাটের খবর

অ্যাওয়ার্ড ফিক্সিংয়ের অভিযোগে আলিয়া ভাটের উদ্দেশে তোপ দাগলেন কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেল।

Rangoli CHandel slams Alia Bhatt
Rangoli CHandel slams Alia Bhatt

By

Published : Dec 9, 2019, 2:48 PM IST

মুম্বই : সম্প্রতি এই জনপ্রিয় অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। কিন্তু, অনুষ্ঠান শুরু হওয়ার আগেই স্টেডিয়ামের পিছনে আলিয়াকে দেখা গেল পুরস্কার হাতে। তাঁর ম্যানেজার পাপারাৎজ়িদের জিজ্ঞাসা করলেন পুরস্কার হাতে আলিয়ার ছবি 8টার আগে দেখানো হবে না তো? ভিডিয়োটি সোশাল মিডিয়ায় শেয়ার করে কঙ্গনার দিদি রঙ্গোলি অ্যাওয়ার্ড ফিক্সিংয়ের অভিযোগ আনলেন আলিয়ার বিরুদ্ধে।

রঙ্গোলি লিখেছেন, "চল এইটুকু সততা তো রয়েছে যে কাজটা লুকিয়ে করা হচ্ছে, সবার সামনে নয়। দেখে ভালো লাগল ভিতরে এখনও কিছু অবশিষ্ট রয়েছে যেটা আটকাচ্ছে।"

কোনও অবস্থাতেই কথা বলার সুযোগ পেলে ছাড়েন না রঙ্গোলি। কখনও কখনও সুযোগ না থাকলেও কথা বলেন তিনি। এর আগেও আলিয়ার বিরুদ্ধে গলা তুলেছেন রঙ্গোলি। আলিয়া নেপোটিজ়মের প্রোডাক্ট বলে অপমানজনক মন্তব্য় করেছেন তিনি।

তবে এই ক্ষেত্রে সবাই যে রঙ্গোলির বিরুদ্ধে কথা বলছেন তা নয়। কেউ কেউ সমর্থন করেছেন তাঁকে। আলিয়া কীভাবে অনুষ্ঠানের আগে পুরস্কার নিয়ে বেরিয়ে এলেন, এই প্রশ্ন জাগছে অনেকেরই মনে।

ABOUT THE AUTHOR

...view details