মুম্বই : বিতর্কিত পোস্ট করায় টুইটারে অ্যাকাউন্ট সাসাপেন্ড করা হয়েছে রঙ্গোলির । স্বাভাবিকভাবেই বেজায় চটেছেন কঙ্গনার দিদি । টুইটারকে ভারত-বিরোধী প্ল্যাটফর্ম আখ্যা দিলেন রঙ্গোলি ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রঙ্গোলি বলেন, "টুইটার একটি অ্যামেরিকান আর ভারত-বিরোধী প্ল্যাটফর্ম । সেখানে হিন্দু ভগবানদের নিয়ে ঠাট্টা করা যায়, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে সন্ত্রাসবাদী বলা যায়, তবে স্বাস্থ্যকর্মী ও পুলিশদের উপর পাথর ছোঁড়ার বিরুদ্ধে কথা বললে সাসপেন্ডেড হতে হয় ।"