মুম্বই : কোনও না কোনও মন্তব্য করে খবরের শিরোনামে আসেন রঙ্গোলি চান্দেল । মন্তব্যর জন্য কখনও অস্বস্তিতে পড়েন । আবার কখনও হাসির পাত্রী হয়ে ওঠেন । তার জন্য অবশ্য মন্তব্য থেকে বিরত থাকেন না । এবারও তার ব্যতিক্রম হয়নি । টুইঙ্কেল খান্নার একটি টুইটে মন্তব্য করে ফের বিতর্কে জড়িয়ে পড়েন তিনি ।
কিছুদিন আগে দু'দিন ভারতে সফরে এসেছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে বক্তব্য রাখেন তিনি । সেখানে দর্শকদের সঙ্গে ট্রাম্পের পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর সেখানেই বাধে বিপত্তি । সবার সঙ্গে পরিচয় করানোর সময় ট্রাম্পের নামের ভুল উচ্চারণ করেন মোদি । আর তা নিয়ে হরেকরকম মিমে ভরতি হয়ে যায় সোশাল মিডিয়া ।
তার প্রেক্ষিতে মজা করে একটি মন্তব্য করেন টুইঙ্কেল । বলেন, "মোদীর ভুল উচ্চারণ কি এটাই প্রমাণ করে যে ট্রাম্পের পুরুষত্ব সাধারণ পুরুষের থেকে অনেকটাই বেশি ? সেই জন্যই কি ভারতীয়দের নমস্তে বলে অভিবাদন জানালেন ট্রাম্প ?"
টুইঙ্কেলের মন্তব্যর পরই টুইট করে তাঁকে একহাত নেন রঙ্গোলি । লেখেন, "আপনার প্রতিটি লেখায় যৌনাঙ্গ ও পুরুষাঙ্গ বার বার ফিরে আসে । এই কথাগুলি ছাড়া আপনি ভাবতেই পারেন না । ট্রাম্পের নামের মধ্যেও আপনি যৌনতা খুঁজে পেলেন । বিয়ের অনেক বছর পর এইরকমই হয়ে যায় নাকি ?"
রঙ্গোলির টুইটের পরই তাঁর সমালোচনা শুরু করেন দেন নেটিজ়েনরা । কেউ লেখেন, "এই ধরনের ভাষা কঙ্গনার দিদির থেকে আশা করা যায় না । কোথা থেকে আপনার মনে সবার জন্য এত ঘৃণা আসে..." কেউ লেখেন, "এভাবে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয়..." যদিও রঙ্গোলির টুইটের কোনও উত্তর দেননি টুইঙ্কেল ।