পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কে অ্যাসিড অ্যাটাক করেছিল ? নাম প্রকাশ্যে আনলেন কঙ্গনার দিদি রঙ্গোলি - কঙ্গনা রানাওয়াতের খবর

'ছপক'-এর সূত্র ধরে অ্যাসিড অ্যাটাকের ভয়াবহতা এক নতুন ডায়মেনশন পেয়েছে সবার কাছে । সামনে উঠে আসছে একাধিক অ্যাসিড অ্যাটাকের ঘটনা, সবাই আলোচনা করছে বিষয়টা নিয়ে । সম্প্রতি নিজের সঙ্গে হওয়া সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা সামনে আনলেন কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেল ।

Rangoli Chandel acid attack
Rangoli Chandel acid attack

By

Published : Jan 10, 2020, 5:06 PM IST

মুম্বই : রঙ্গোলি নিজে অ্যাসিড অ্যাটাকের শিকার । টুইটারের মাধ্যমে নিজের আক্রমণকারীর নাম ঘোষণা করলেন রঙ্গোলি । জানালেন অবিনাশ শর্মা নামের এক ব্য়ক্তি তাঁর উপর অ্যাসিড ছুঁড়েছিল ।

রঙ্গোলি লিখেছেন, "আমি আক্রমণকারীর নাম অবিনাশ শর্মা । আমার সঙ্গে ও এক কলেজে পড়ত । আমরা এক ফ্রেন্ড সার্কেলে ছিলাম । আমায় প্রোপোজ় করেছিল ও, তবে আমার ওর প্রতি এক অনুভূতি ছিল না । তাই আমি দূরত্ব বজায় রাখতে শুরু করি । কিন্তু, ও সবাইকে বলে বেড়াতে থাকে যে, ও আমায় বিয়ে করবে ।"

এরপর যখন রঙ্গোলির সঙ্গে এক এয়ারফোর্স অফিসারের বিয়ের কথাবার্তা শুরু হয়, তখন অবিনাশ আরও ডেসপারেট হয়ে যায়, অ্যাসিড আক্রমণ করার ভয় দেখায় । বাবা-মাকে না বলে রঙ্গোলি পুলিশের কাছে যান অভিযোগ দায়ের করতে । তবে সেটাকেই জীবনের সবথেকে বড় ভুল মনে করে রঙ্গোলি ।

তিনি লিখেছেন, "আমি চারজন মেয়ের সঙ্গে একটা PG শেয়ার করে থাকতাম । একদিন আমার খুঁজতে এক কমবয়সী অপরিচিত ব্যক্তি আসে, আমার বন্ধু বিজয়া সেই খবরটা দেয় আমায় । আমি যেই মাত্র দরজা খুলি এক সেকেন্ডের মধ্যে ছপাক..."

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র 2017 সালেই 244 জন অ্যাসিড আক্রান্ত হন । তালিকার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, ওড়িশা ও কেরালা ।

ABOUT THE AUTHOR

...view details