মুম্বই : 1948 সালের কথা । দেশ স্বাধীনতা পাওয়ার ঠিক পরের বছরেই নিজের এক প্রযোজনা সংস্থা খুলেছিলেন রাজ কাপুর, নাম ছিল আর.কে.ফিল্মস । এই ব্যানারের প্রথম প্রযোজিত ছবি ছিল 'আগ' । তবে প্রায় কুড়ি বছর হয়ে গেল নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে আর.কে.ফিল্মস । সেটিকে ফের নতুন করে তৈরি করার কথা জানালেন রাজের ছেলে রণধীর কাপুর ।
খুব তাড়াতাড়ি আবার ফিরবে এই প্রযোজনা সংস্থা । শুধু তাই নয়, আর.কে.ফিল্মসের ব্যানারে একটি লাভ স্টোরি তৈরি করবেন তিনি, জানালেন রণধীর ।