পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Randeep Hooda knee surgery : শ্যুটিংয়ে চোট পেয়ে অস্ত্রোপচারের জন্য় হাসপাতালে ভর্তি রণদীপ হুডা - বলি অভিনেতা রণদীপ হুডার পায়ের অস্ত্রোপচার সম্পন্ন হল

বলি অভিনেতা রণদীপ হুডার পায়ের অস্ত্রোপচার সম্পন্ন হল (Randeep Hooda undergoes knee surgery ) ৷ গত মাসে একটি যুদ্ধ দৃশ্য়ের শ্যুটিং চলাকালীন হাঁটুতে চোট পান 45 বছর বয়সি এই অভিনেতা ৷ আপাতত সুস্থ রণদীপ ৷

Randeep Hooda knee surgery
শ্যুটিংয়ে চোট পেয়ে অস্ত্রোপচারের জন্য় হাসপাতালে ভর্তি রণদীপ হুডা

By

Published : Mar 4, 2022, 12:01 PM IST

মুম্বই, 4 মার্চ :নিজের আসন্ন সিরিজ 'ইন্সপেক্টর অবিনাশ'-এর শ্যুটিং চলাকালীন চোট পেয়ে আপাতত হাসপাতালে ভর্তি অভিনেতা রণদীপ হুডা ৷ গতমাসে একটি যুদ্ধ দৃশ্য়ের শ্যুটিং চলাকালীন হাঁটুতে চোট পান 45 বছর বয়সি এই অভিনেতা ৷ বুধবার অস্ত্রোপচারের জন্য় কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷

বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে (Randeep Hooda undergoes knee surgery) ৷ তাঁর চিকিৎসার দায়িত্ব ছিল চিকিৎসক দীনেশ পারদিওয়ালার ওপর ৷ সূত্রের খবর অনুযায়ী, আপাতত সুস্থ আছেন অভিনেতা ৷ আগামী কয়েকদিনের মধ্য়েই হাসপাতাল থেকে মুক্তি পাবেন তিনি ৷ এই প্রথমবার যে অভিনয় করতে গিয়ে চোট পেলেন অভিনেতা তা নয় ৷ এর আগেও 2019 সালের ডিসেম্বরে রাধে সিনেমার শ্য়ুটিং চলাকালীন চোট পেয়েছিলেন তিনি ৷ সেবারও সলমনের এই সহ-অভিনেতাকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ৷

আরও পড়ুন:রাধিকা মদন অভিনীত নতুন ছবি 'সানা'

খবর অনুযায়ী এবারও একই পায়ে চোট পেয়েছেন অভিনেতা ৷ ইন্সপেক্টর অবিনাশ তৈরি হয়েছে বেশ কিছু বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে ৷ উত্তরপ্রদেশের এক অপরাধ দমনকারী পুলিশ অফিসারের জীবন কাহিনিই উঠে এসেছে সিরিজে ৷ এছাড়া রণদীপকে আগামীতে দেখা যাবে নেটফ্লিক্সের নতুন ক্য়াট নামক সিরিজটিতে ৷

ABOUT THE AUTHOR

...view details