পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভরতি রণদীপ হুডা - রণদীপ হুডা

মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন রণদীপ হুডা । সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গিয়েছে । তবে তাঁর ঠিক কী হয়েছে, তা এখনও জানা যায়নি ।

asd
asd

By

Published : Aug 27, 2020, 7:03 AM IST

Updated : Aug 27, 2020, 8:22 AM IST

মুম্বই : কয়েকদিন আগেই জন্মদিন পালন করেছেন রণদীপ হুডা । ওই বিশেষ দিনে একটি সাইকেল উপহার পান অভিনেতা । সেই ছবিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন । আর এর মাঝেই শোনা গেল যে হাসপাতালে ভরতি তিনি । তাঁর অস্ত্রোপচারও করা হয় । এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে ।

গতকাল সকাল থেকেই শোনা যাচ্ছিল যে হাসপাতালে ভরতি রণদীপ । এরপরই সামনে আসে তাঁর একটি ছবি । দেখা যায় মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি । ক্যাজ়ুয়াল পোশাকের সঙ্গে মাস্ক পরতেও দেখা গিয়েছে তাঁকে । ছবিটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই চিন্তায় পড়ে যান অনুরাগীরা ।

জানা যায়, গতকাল চিকিৎসককে দেখাতে নয়, বরং হাসপাতালে ভরতি হতে গিয়েছিলেন রণদীপ । তাঁর অস্ত্রোপচার করা হয় । তবে তাঁর কী হয়েছে, তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি । যদিও অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় সব পরীক্ষাও করা হয়েছে । এছাড়া বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তাঁর কোরোনা পরীক্ষাও করা হয় । ফল নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে ।

জন্মদিনে সাইকেল উপহার পান রণদীপ

2020 সালে বলিউডের স্মৃতি খুব একটা সুখের নয় । কারণ কোরোনা সংক্রমণের জেরে বন্ধ করে দেওয়া হয় শুটিং । এখনও পর্যন্ত খোলেনি সিনেমা হলও । এই পরিস্থিতিতে ডিজিটাল প্ল্যাটফর্মেই মুক্তি পাচ্ছে একাধিক বিগ বাজেটের ছবি । এরই মধ্যে আবার মৃত্যু মিছিল অব্যাহত । প্রয়াত হয়েছেন একাধিক তারকা । কয়েকদিন আগে সঞ্জয় দত্তর ক্যানসার ধরা পড়েছে । তাঁর চিকিৎসা শুরু হয়েছে । আর এই পরিস্থিতির মধ্যে রণদীপের অস্ত্রোপচারের খবরে উদ্বিগ্ন তাঁর ফ্যানরা ।

Last Updated : Aug 27, 2020, 8:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details