মুম্বই : 'সঞ্জু'-র পর অনেকদিন রণবীর কাপুরের দেখা নেই পরদায় । তাঁকে দেখার জন্য মুখিয়ে সবাই । তবে চিন্তার কিছু নেই । একের পর এক ইন্টারেস্টিং প্রজেক্ট নিয়ে আসছেন অভিনেতা । 'অ্যানিমেল'-ও তার মধ্যে অন্যতম ।
জানা গেল 'অ্যানিমেল'-এর মুক্তির তারিখ । 2022 সালের দসেরার দিন মুক্তি পাবে ছবিটি । টিজ়ার দেখে বাবা-ছেলের গল্প মনে হলেও, তার চেয়ে অনেক বড় কিছু রয়েছে সন্দীপ রেড্ডি ওয়াঙ্গা পরিচালিত 'অ্যানিমেল'-এ । সবটাই ক্রমশ প্রকাশ্য ।