মুম্বই : গত 30 মে মারা গেছেন ঋষি কাপুর । তাঁর পরিবারে এখনও শোকের ছায়া লেগে রয়েছে । আর তারই মধ্যে সোশাল মিডিয়ার বিচারসভায় দাঁড় করানো হল রণবীর কাপুরকে । কেন তিনি এই সময়ে মা ও বোনের সঙ্গে না থেকে আলিয়ার সঙ্গে রয়েছেন, প্রশ্ন তোলা হল রণবীরের উদ্দেশে ।
ঋষি কাপুরের মৃত্যুর 13 দিনের মাথায় একটি প্রার্থনাসভার আয়োজন করা হয়েছিল তাঁর বান্দ্রার বাড়িতে । সেখানে আলিয়ার সঙ্গে গাড়ি করে এসেছিলেন রণবীর । আর তারপরই নেটিজেনরা একের পর এক আক্রমণ শুরু করেন অভিনেতার দিকে ।