পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ঋষি কাপুরের মৃত্যুর পরেও পরিবারের সঙ্গে নেই রণবীর, সমালোচনা সোশাল মিডিয়ায়

ঋষি কাপুরের মৃত্যুর পরে রণবীর কাপুর কেন মা নীতু কাপুর আর বোন ঋদ্ধিমা কাপুরের সঙ্গে থাকছেন না ? কেন পরিবারের বদলে গার্লফ্রেন্ড আলিয়াকে বেছে নিলেন তিনি ? এই ধরনের প্রশ্নে উত্তাল সোশাল মিডিয়া ।

Ranbir kapoor chooses alia over neetu kapoor
Ranbir kapoor chooses alia over neetu kapoor

By

Published : May 15, 2020, 1:25 PM IST

মুম্বই : গত 30 মে মারা গেছেন ঋষি কাপুর । তাঁর পরিবারে এখনও শোকের ছায়া লেগে রয়েছে । আর তারই মধ্যে সোশাল মিডিয়ার বিচারসভায় দাঁড় করানো হল রণবীর কাপুরকে । কেন তিনি এই সময়ে মা ও বোনের সঙ্গে না থেকে আলিয়ার সঙ্গে রয়েছেন, প্রশ্ন তোলা হল রণবীরের উদ্দেশে ।

ঋষি কাপুরের মৃত্যুর 13 দিনের মাথায় একটি প্রার্থনাসভার আয়োজন করা হয়েছিল তাঁর বান্দ্রার বাড়িতে । সেখানে আলিয়ার সঙ্গে গাড়ি করে এসেছিলেন রণবীর । আর তারপরই নেটিজেনরা একের পর এক আক্রমণ শুরু করেন অভিনেতার দিকে ।

কেউ বলেন, "অন্তত কিছুদিন তো মায়ের সঙ্গে থাকতে পারতে", তো কারও মতে, "নিজের বাড়িতে গেস্টের মতো আসছ, লজ্জা পাওয়া উচিত তোমার" । যদিও প্রতিবারের মতো এবারও চুপ থেকেছে কাপুর পরিবার । নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে কারও কাছে জবাবদিহি করতে যাননি তাঁরা ।

দেখে নেওয়া যাক কয়েকটি মন্তব্য...

সৌজন্যে সোশাল মিডিয়া
সৌজন্যে সোশাল মিডিয়া
সৌজন্যে সোশাল মিডিয়া
সৌজন্যে সোশাল মিডিয়া
সৌজন্যে সোশাল মিডিয়া

ABOUT THE AUTHOR

...view details