পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ঋষিকে ছাড়া প্রথম জন্মদিন নীতুর, সেলিব্রেট করলেন রণবীর-ঋদ্ধিমা - নীতু কাপুরের জন্মদিন

ঋষি কাপুরকে ছাড়া প্রথম জন্মদিন পালন করলেন নীতু কাপুর । কিন্তু, মাকে মন খারাপ করতে দিলেন না রণবীর আর ঋদ্ধিমা ।

Riddhima Kapoor latest news
Riddhima Kapoor latest news

By

Published : Jul 8, 2020, 12:52 PM IST

মুম্বই : আজ নীতু কাপুরের 62-তম জন্মদিন । দিনটি হয়তো বিশেষ তাঁর জন্য, তবে একই সঙ্গে এটাই ঋষি কাপুরকে ছাড়া নীতুর প্রথম জন্মদিন । ফলে একটু মন খারাপ হওয়া স্বাভাবিক । কিন্তু, সেটা হতে দিলেন না ছেলে রণবীর কাপুর আর মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানি ।

মায়ের জন্মদিনের আগেই একটি প্রাইভেট ডিনার পার্টির আয়োজন করেছিলেন ঋদ্ধিমা । আর সেখানে সঙ্গ দিলেন রণবীর কাপুরও । সেই পার্টিরই কয়েকটি ঝলক সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন নীতু-কন্যা ।

প্রথম ছবিতে নীতু আর ঋদ্ধিমা । মা-মেয়ের এই ছবিতে ঋদ্ধিমা ক্যাপশনে লিখেছেন, "মায়ের জন্মদিনের আগের রাতে ডিনার.."

ঋদ্ধিমার পোস্ট..

অন্যছবিতে মা আর দিদির সঙ্গে রণবীরও রয়েছেন । এমনিতে তিনি সোশাল মিডিয়ায় নেই । তবে ঋদ্ধিমা আর নীতুর সৌজন্যে তাঁর ছবি মাঝেমধ্যেই দেখা যায় ইনস্টাগ্রামে ।

এই ছবির ক্যাপশনে ঋদ্ধিমা মা-কে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "হ্যাপিয়েস্ট বার্থডে আমার আয়রন লেডি । আমি তোমায় খুব ভালোবাসি মা ।"

দেখে নিন সেই পোস্ট..

ABOUT THE AUTHOR

...view details