পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাবার ক্যানসার, খবরটা পেয়ে মানতেই পারেননি রণবীর - ঋষি কাপুর রণবীর কাপুর

সম্প্রতি নিজেকে ক্যানসার মুক্ত ঘোষণা করেছেন ঋষি কাপুর। তবে এই পুরো জার্নিটা ভোলা অত সহজ নয় কারো পক্ষেই। সময়টা যতটা কঠিন ছিল ঋষি কাপুরের জন্য, ততটাই কঠিন ছিল তাঁর পরিবারের জন্যেও। বাবার ক্যানসার হয়েছে, শুনে মানতেই চাননি রণবীর কাপুর।

ঋষি কাপুর স্বাস্থ্য

By

Published : Sep 2, 2019, 11:25 AM IST

মুম্বই : ঋষি কাপুর আপাতত নিউ ইয়র্কে। তবে তিনি দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন বিভিন্ন মাধ্যমে। শাহরুখ, অভিষেক-ঐশ্বরিয়া, দীপিকা বা ভিকির মতো অনেক তারকাই নিউ ইয়র্কে গিয়ে সঙ্গ দিয়েছেন ঋষি কাপুরকে। প্রত্যেকেই কামনা করছেন তিনি যেন তাড়াতাড়ি দেশে ফেরেন, কাজ শুরু করেন।

তবে এখনও পিছন ফিরে তাকালে অনেক যন্ত্রণাদায়ক মুহূর্ত মনে পড়ে যায় নীতু কাপুরের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, "রণবীর যখন খবরটা প্রখম শোনে , তখন ও ট্র্যাভেল করছিল। ফেরার পর আমি ওকে বসিয়ে পুরো ব্যাপারটা বলি।" নীতু বলেন যে, এক ঘণ্টা অবধি রণবীর মেনেই নিতে চাননি খবরটা। কিন্তু পরে তিনি নিজেকে শান্ত করেন ও বাবাকে নিয়ে নিউ ইয়র্ক রওনা দেন।

ঋষি একটি সাক্ষাৎকারে বলেন, "এই কয়েকটা মাসে আমি শিখেছি ধৈর্য কাকে বলে। আমি হয়তো পেশেন্ট হওয়ার কঠোর পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু খুব আশ্চর্যজনক ভাবে পেশেন্ট শব্দটা আমায় পেশেন্সের সংজ্ঞা শেখাচ্ছে।"

সময় এভাবে অনেক কিছুই শিখিয়ে যায়। ঠিক যেভাবে রণবীরও সত্যিটাকে মেনে নিয়েছেন সময়ের সঙ্গে। শুধু তাই নয়, শক্ত পাথরের মতো তিনি তাঁর পরিবারের পাশে থাকতে পেরেছেন, হয়তো এই সময়ের সাহায্যেই।

ABOUT THE AUTHOR

...view details