মুম্বই : ঋষি কাপুর আপাতত নিউ ইয়র্কে। তবে তিনি দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন বিভিন্ন মাধ্যমে। শাহরুখ, অভিষেক-ঐশ্বরিয়া, দীপিকা বা ভিকির মতো অনেক তারকাই নিউ ইয়র্কে গিয়ে সঙ্গ দিয়েছেন ঋষি কাপুরকে। প্রত্যেকেই কামনা করছেন তিনি যেন তাড়াতাড়ি দেশে ফেরেন, কাজ শুরু করেন।
তবে এখনও পিছন ফিরে তাকালে অনেক যন্ত্রণাদায়ক মুহূর্ত মনে পড়ে যায় নীতু কাপুরের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, "রণবীর যখন খবরটা প্রখম শোনে , তখন ও ট্র্যাভেল করছিল। ফেরার পর আমি ওকে বসিয়ে পুরো ব্যাপারটা বলি।" নীতু বলেন যে, এক ঘণ্টা অবধি রণবীর মেনেই নিতে চাননি খবরটা। কিন্তু পরে তিনি নিজেকে শান্ত করেন ও বাবাকে নিয়ে নিউ ইয়র্ক রওনা দেন।