পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

একবছর কাজ করতে না পারাটা বাবার কাছে খুবই যন্ত্রণার : রণবীর - Cancer Survivor

সদ্য ক্যানসার মুক্ত হওয়ার কথা ঘোষণা করছেন ঋষি কাপুর। তবে বাবার ক্যানসার সংক্রান্ত কোনও বিষয়ে খুব একটা কথা বলেননি ছেলে রণবীর কাপুর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানালেন তাঁর মন্তব্য। ধন্যবাদ জানালেন প্রত্যেককে যাঁরা ঋষি কাপুরের আরোগ্য় কামনা করেছিলেন।

রণবীর কাপুর

By

Published : May 12, 2019, 3:00 PM IST

রণবীর এদিন বলেন, "ও এখন অনেক ভালো আছে। আর এক-দু'মাসের মধ্যেই দেশে ফিরে আসা উচিত ওঁর। ওঁর ইচ্ছেটাও প্রবল। আপনাদের সকলের থেকে যাবতীয় পজ়িটিভিটি পান উনি।"

অভিনেতা আরও বলেন, "এই বছরটা খুব কঠিন ছিল ওঁর জন্য। জীবন থেকে উনি একটা জিনিসই চান, সেটা হল অভিনয় করে যেতে। তাই এক বছর কাজ করতে না পারাটা বাবার কাছে খুবই যন্ত্রণার। তবে উনি এটা কাটিয়ে উঠবেন।"

R.K. স্টুডিয়ো বিক্রি হয়ে গেছে সম্প্রতি। সেই নিয়ে রণবীর বললেন, "স্টুডিয়োটা আর নেই, এটা ভেবে তোমার খারাপ লাগবেই। কিন্তু আমাদের স্পিরিটে বেঁচে থাকবে এই স্টুডিয়ো। হয়তো ছবি তৈরি করা আর প্রযোজনা করার ঐতিহ্যটাকে আমি এগিয়ে নিয়ে যাব।"

আশায় থাকলেন দর্শক...

ABOUT THE AUTHOR

...view details