পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'কবীর সিং' পরিচালক সন্দীপের ছবিতে রণবীর - রণবীর কাপুরের খবর

'কবীর সিং' পরিচালক সন্দীপ ওয়াঙ্গা রেড্ডির পরবর্তী ছবিতে থাকতে পারেন রণবীর কাপুর।

Ranbir Kapoor new film

By

Published : Sep 11, 2019, 7:23 PM IST

মুম্বই : 'কবীর সিং'-এর দূরন্ত সাফল্যের পর পরিচালক সন্দীপের পরবর্তী ছবি নিয়ে খুবই কৌতুহলী ছিলেন দর্শক। শোনা যাচ্ছে যে, সন্দীপের পরবর্তী ছবি একেবারে তৈরির মুখে দাঁড়িয়ে। এবং সেই ছবিতে পরিচালকের পছন্দ রণবীরকে।

সন্দীপ নাকি তাঁর নতুন ফিল্মের আইডিয়া শেয়ার করেছেন প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে। রণবীরকেও নাকি শোনানো হয়েছে স্ক্রিপ্ট। আর রণবীরের সেই গল্প বেশ পছন্দ হয়েছে বলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।

.

রণবীরের হাতে আপাতত অনেক কাজ। তিনি এখন 'ব্রহ্মাস্ত্র' ও পিরিয়ড ড্রামা 'সামসেরা'-র শুটিংয়ে ব্যস্ত। তাঁকে দেখা যাবে লভ রঞ্জনের পরবর্তী ছবিতে, যেখানে অজয় দেবগন আর দীপিকা পাড়ুকোনও অভিনয় করছেন। তাই সন্দীপের ছবির ব্যাপারে নিশ্চিত খবর পেতে হয়তো একটু সময় লাগবে ফ্যানেদের।

বক্স অফিসে 'কবীর সিং' 250 কোটির উপরে টাকা উপার্জন করেছে। এই ছবির সাফল্যের পর শাহিদ তাঁর পারিশ্রমিক অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন বলেও শোনা গেছে।

ABOUT THE AUTHOR

...view details