পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শীতকালে বসন্তের হাওয়া - আলিয়া ভাটের খবর

সময়টা শীতকাল । তবে কাপুর পরিবারে যেন বসন্তের হাওয়া । কেন বলছি ? কারণ করিনার সাম্প্রতিক পোস্ট ।

kareena kapoor christmas celebration
kareena kapoor christmas celebration

By

Published : Dec 25, 2020, 7:32 PM IST

মুম্বই : রণবীর কাপুর আর আলিয়া ভাটের সম্পর্ক নিয়ে আর কোনও রাখঢাক নেই । আলিয়া যে তাঁর গার্লফ্রেন্ড সেটা নিজেই স্বীকার করেছেন রণবীর । তাই তাঁকে সর্বসমক্ষে জড়িয়ে ধরতে আর আপত্তি নেই । হ্যাঁ, কাপুর পরিবারের ক্রিসমাস সেলিব্রেশনে আলিয়াকে জড়িয়ে ছবি তুললেন রণবীর ।

সেই ছবি শেয়ার করেছেন করিনা কাপুর খান । তিনিও তইমুর আর সইফ আলি খানকে নিয়ে উপস্থিত ছিলেন সেই পার্টিতে । আরও একজোড়া লাভ বার্ডকে দেখা গেল এদিন ।

করিনা-রণবীরের ভাই আদর জৈনের সঙ্গে অভিনেত্রী তারা সুতারিয়ার সম্পর্ক রয়েছে বলে অনেকদিনই গুঞ্জন শোনা যায় । এবার তাঁদের ছবিও প্রকাশ্যে । সৌজন্যে অবশ্যই করিনা । কাপুর খানদানের চিরাচরিত ক্রিসমাস পার্টিতে এই প্রথমবার এন্ট্রি হল তারার । অভিনেত্রীর ঠিক পাশে বসে ছবি তুললেন আদর ।

ছবিটি শেয়ার করে করিনা লিখেছেন, "সেই একই ঐতিহ্য চলে আসছে..আর সেই একইভাবে আমাদের চিৎকার করা । পরিবার চিরন্তন । সবার কোভিড টেস্ট করানো হয়েছে । সবাই রকিং আর রোলিং । মেরি ক্রিসমাস সবাইকে ।"

দেখে নিন করিনার পোস্ট..

ABOUT THE AUTHOR

...view details