পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মুম্বইয়ের রাস্তায় সাইকেলে ঘুরলেন রণবীর - Ranbir cycling

রবিবাসরীয় সকালে বন্ধুদের সঙ্গে বান্দ্রায় নিজের বাড়ি থেকে জুহু পর্যন্ত সাইকেল চালান রণবীর । পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি ।

asd
asd

By

Published : Oct 12, 2020, 10:00 AM IST

মুম্বই : গাড়ি বা বাইক নয়, এখন বেশিরভাগ সময় সাইকেল চালাতে দেখা যাচ্ছে রণবীর কাপুরকে । সাইকেলে করেই শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে তাঁকে । শোনা যাচ্ছে, ওই সাইকেল নাকি তাঁকে উপহার দিয়েছেন আলিয়া ভাট ।

কয়েকদিন আগে মা নীতু কাপুরের সঙ্গে পুরোনো বাড়িতে গিয়েছিলেন রণবীর । সেখানেও সাইকেলে চড়েই যেতে দেখা গিয়েছিল তাঁকে । আর রবিবাসরীয় সকালে বন্ধুদের সঙ্গে মুম্বইয়ের রাস্তায় সাইকেল চালালেন তিনি । অবশ্য নিউ নর্মাল লুকেই সবার সামনে ধরা দিয়েছিলেন । তাই এক ঝলকে তাঁকে দেখে বোঝার উপায় ছিল না । যদিও পাপারাৎজ়িদের ক্যামেরা থেকে নিজেকে আড়াল করতে পারেননি তিনি । বন্ধুদের সঙ্গে তাঁর সাইকেল চালানোর ছবি ক্যামেরাবন্দী করেন পাপারাৎজ়িরা ।

বন্ধুদের সঙ্গে সাইকেল চালাচ্ছেন রণবীর

রবিবাসরীয় সকালে বান্দ্রায় নিজের বাড়ি থেকে জুহু পর্যন্ত সাইকেল চালান রণবীর । এদিকে জুহুতে থাকেন আলিয়া । 28 সেপ্টেম্বর জন্মদিন ছিল রণবীরের । শোনা যাচ্ছে, জন্মদিন উপলক্ষ্য়ে এই সাইকেল তাঁকে উপহার দেন আলিয়া ।

মুম্বইয়ের রাস্তায় সাইকেলে ঘুরলেন রণবীর

কাজের দিক থেকে 'ব্রহ্মাস্ত্র'-এর শুটিং নিয়ে ব্যস্ত রণবীর ও আলিয়া । এই ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁদের । এছাড়াও ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে ।

ABOUT THE AUTHOR

...view details