মুম্বই : সোশাল মিডিয়ায় ভাইরাল রণবীর কাপুর ও আলিয়া ভাটের ভুয়ো বিয়ের কার্ড। প্রথমে দেখে সবার মনেই প্রশ্ন এসেছিল, তাহলে কি চুপিচুপি বিয়ের আয়োজন সেরে ফেলছেন তাঁরা? কিন্তু, ভালো করে নজর করলে দেখা যাবে কার্ড ভরতি ভুল। আর সেই কারণেই স্পষ্ট হল যে, ভুয়ো তাঁদের এই বিয়ের কার্ড।
প্রথমেই যেই ভুলটা নজরে আসবে সেটা হল আলিয়ার নামের বানান। 'Alia' হয়ে উঠেছে 'Aliya'। যিনি এত পরিশ্রম করে কার্ডটা তৈরি করেছেন, তিনি এত বড় ভুল করবেন ভাবা যায় না।