পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রকাশ্যে রণবীর-আলিয়ার বিয়ের কার্ড, চুপিসারে বিয়ের আয়োজন?

রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে কৌতুহলের শেষ নেই বি-টাউন সহ তাঁদের সমস্ত ফ্যানেদের। এবার একটা ভুয়ো বিয়ের কার্ডও তৈরি হয়ে গেল কোনও এক ফ্যানের দৌলতে। IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর।

Ranbir Kapoor and Alia Bhatt's fake wedding card

By

Published : Oct 22, 2019, 7:15 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় ভাইরাল রণবীর কাপুর ও আলিয়া ভাটের ভুয়ো বিয়ের কার্ড। প্রথমে দেখে সবার মনেই প্রশ্ন এসেছিল, তাহলে কি চুপিচুপি বিয়ের আয়োজন সেরে ফেলছেন তাঁরা? কিন্তু, ভালো করে নজর করলে দেখা যাবে কার্ড ভরতি ভুল। আর সেই কারণেই স্পষ্ট হল যে, ভুয়ো তাঁদের এই বিয়ের কার্ড।

প্রথমেই যেই ভুলটা নজরে আসবে সেটা হল আলিয়ার নামের বানান। 'Alia' হয়ে উঠেছে 'Aliya'। যিনি এত পরিশ্রম করে কার্ডটা তৈরি করেছেন, তিনি এত বড় ভুল করবেন ভাবা যায় না।

এরপর যেই ভুলটা দেখা যাচ্ছে সেটা আরও মারাত্মক। এবার আর কোনও বানানে ভুল নয়, সম্পর্কে ভুল। আলিয়ার বাবার নাম হিসেবে লেখা হয়েছে 'মুকেশ ভাট'। কিন্তু, প্রত্যেকের এটা জানা যে আলিয়া মহেশ ভাটের মেয়ে।

ভুল রয়েছে ব্যাকরণেও। 22nd-এর বদলে লেখা রয়েছে 22th জানুয়ারি। এইসব দেখে বোঝা যাচ্ছে যে, কোনওভাবেই এই কার্ড আসল হতে পারে না। দেখে নিন সেই কার্ড...

ছবি সৌজন্যে IANS

ABOUT THE AUTHOR

...view details