পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ডিসেম্বরে বিয়ে করছেন আলিয়া-রণবীর ? - রণবীর কাপুর

অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্ত্র' ছবিতে প্রথমবার রণবীরের সঙ্গে কাজ করেছেন আলিয়া । ছবিটি মুক্তি পাবে 4 ডিসেম্বর । শোনা যাচ্ছে, ওইদিনই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আলিয়া ও রণবীর ।

sdf
sdf

By

Published : Feb 7, 2020, 6:04 PM IST

মুম্বই : প্রায় দু'বছর ধরে আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন রণবীর কাপুর । যে কোনও অনুষ্ঠান থেকে শুরু করে ছুটি কাটানো সবই একসঙ্গে করতে দেখা যায় তাঁদের । অনেকদিন ধরেই তাঁদের বিয়ে নিয়ে কানাঘুষো একাধিক খবর শোনা যাচ্ছিল । তবে এবার শোনা যাচ্ছে, ডিসেম্বরেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা ।

এক সর্বভারতীয় ম্যাগাজ়িনের একটি কলমে সম্প্রতি আলিয়া-রণবীরের বিয়ের খবর প্রকাশ পায় । 4 ডিসেম্বর মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'। আর ওইদিনই তাঁরা সাত পাকে বাঁধা পড়বেন বলে সূত্রের খবর । বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই নাকি শুরু হয়েছে পুরো দমে । আত্মীয়দের বিয়ের তারিখও মনে রাখার কথা কাপুর পরিবারের তরফে বলা হয়েছে বলে সূত্রের খবর ।

বেশ কিছুদিন আগে আলিয়া ও রণবীরের একটি বিয়ের কার্ড সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । যদিও তা ভুয়ো বলে দাবি করেছিলেন তাঁরা । সম্প্রতি তুতোভাই আরমান জৈনের বিয়েতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের । সঙ্গে ছিলেন নিতু কাপুরও । পাপারাৎজ়িদের ক্যামেরায় একসঙ্গে পোজ় দেন নিতু, রণবীর ও আলিয়া । এর আগে ইনফেকশনের জন্য দিল্লির একটি হাসপাতালে ভরি ছিলেন ঋষি কাপুর । সেখানেও রণবীরের পাশে ছিলেন আলিয়া । আর এসব থেকেই বোঝা যায় যে রণবীরের পরিবারের তরফে আলিয়াকে নিয়ে কোনও সমস্যাই নেই ।

অন্যদিকে গতবছর একটি সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়ে মন্তব্য করেছিলেন মহেশ ভাট । বলেছিলেন, "অবশ্যই তারা দু'জনে প্রেম করছে । আমার রণবীরকে ভালো লাগে । ও ভালো ছেলে । ওদের সম্পর্ককে ওরা কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেটা ওদের ব্যাপার ।" তবে বিয়ের কথা দুই পরিবারের তরফে এখনও নিশ্চিত করা হয়নি ।

কাজের দিক থেকে একাধিক ছবি রয়েছে আলিয়ার ঝুলিতে । পরিচালক সঞ্জয় লীলা বনশালির 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ছবিতে একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে তাঁকে । এছাড়া করণ জোহরের 'তখত'-এও অভিনয় করবেন তিনি । আলিয়া ছাড়াও তাতে রয়েছেন করিনা কাপুর খান, রণবীর সিং, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, ভূমি পেডনেকর ও অনিল কাপুর ।

অন্যদিকে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে আলিয়ার সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন রণবীর । এছাড়াও ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন । পরিচালনায় অয়ন মুখার্জি । চলতি বছরের 4 ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি । আর ওইদিনই বলিউডে আরও একটা বিয়ের সানাই বাজবে বলে অনুমান ফ্যানদের ।

ABOUT THE AUTHOR

...view details