মুম্বই : ঋষি কাপুরের অস্থি বিসর্জন দেওয়ার কথা ছিল হরিদ্বারে । কিন্তু, লকডাউনের জেরে প্রশাসনের তরফে হরিদ্বার যাওয়ার অনুমতি পাননি পরিবারের সদস্যরা । সেই কারণেই মুম্বইয়ের বানগঙ্গায় বাবার অস্থি বিসর্জন দিলেন রণবীর কাপুর । গতকাল সকালে অস্থি বিসর্জন দেন তিনি । সোশাল মিডিয়ায় ভাইরাল ওই মুহূর্তের একাধিক ভিডিয়ো ও ছবি ।
অস্থি বিসর্জনের সময় রণবীরের সঙ্গে ছিলেন তাঁর মা নীতু কাপুর, দিদি ঋদ্ধিমা কাপুর, বন্ধু ও পরিচালক অয়ন মুখার্জি এবং আলিয়া ভাট । সাদা পোশাকে দেখা গিয়েছে সবাইকেই । মুখে মাস্কও পরেছিলেন সবাই । তবে রীতি মেনে খালি পায়ে পুজোপাঠ করেন তাঁরা । ভিডিয়োতে, রীতি মেনে সব পুজো করতে দেখা গিয়েছে রণবীরকে । তারপর জলের মধ্যে অস্থি বিসর্জন করেন তিনি । সবশেষে রণবীর সহ পুরোহিতদের প্রণামও করেন সবাই ।
ভাইয়ের অস্থি বিসর্জন সম্পর্কে একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে রণধীর কাপুর বলেছিলেন, "শনিবার আমরা বাড়িতে ঋষির স্মরণসভা রেখেছিলাম । অস্থি বিসর্জন দেওয়ার জন্য আমরা হরিদ্বারে যেতে চেয়েছিলাম । কিন্তু, প্রশাসনের থেকে এই মুহূর্তে সেখানে যাওয়ার অনুমতি পাওয়া যায়নি । সেই কারণে বানগঙ্গায় অস্থি বিসর্জন দেওয়া হবে ।"