পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

গোয়ায় চললেন রণবীর-আলিয়া - রণবীর কাপুরের খবর

আজ রণবীর কাপুর আর আলিয়া ভাটকে মুম্বই এয়ারপোর্টে দেখা গেছে । তাঁরা গোয়ায় ছুটি কাটাতে যাচ্ছেন বলে খবর ।

Ranbir kapoor and alia bhatt travel
Ranbir kapoor and alia bhatt travel

By

Published : Dec 14, 2020, 2:20 PM IST

মুম্বই : বলিউড লাভবার্ড রণবীর আর আলিয়া চললেন গোয়ার উদ্দেশে । আজ তাঁদের মুম্বই এয়ারপোর্টে স্পট করা গেছে । অনেকদিন পর একসঙ্গে দেখা গেল যুগলকে ।

আলিয়া এতদিন ব্যস্ত ছিল 'আর আর আর'-এর শুটিংয়ে । তাই তাঁকে হায়দরাবাদে থাকতে হয়েছিল । অন্যদিকে রণবীর ছিলেন দুবাইতে । তাই বেশ কিছুটা সময় আলাদা থাকতে হয়েছিল তাঁদের । একটু ফাঁক পেয়েই ছুটি কাটাতে চললেন বলিউডের সর্বাধিক চর্চিত "দম্পতি" ।

লকডাউন শিথিল হওয়ার পরই আলিয়া ব্যস্ত হয়ে পড়েন কাজে । একদিকে 'আর আর আর', অন্যদিকে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-র শুটিং শুরু হয় জোরকদমে । রণবীরও ব্যস্ত হয়ে যান 'ব্রহ্মাস্ত্র'-র ডাবিং নিয়ে । এছাড়া শ্রদ্ধা কাপুরের সঙ্গে তাঁর পরবর্তী প্রজেক্ট নিয়ে প্রস্তুতি শুরু করে দেন অভিনেতা ।

শোনা যায়, লকডাউন চলাকালীন নাকি একসঙ্গেই ছিলেন রণবীর আর আলিয়া । তাঁদের সম্পর্ক এখন একটা ওপন সিক্রেট । তবে যতক্ষণ না তাঁরা নিজেরা কিছু স্বীকার করছেন, ততক্ষণ তো বলতেই হয় "রিউমর্ড কাপল" ।

ABOUT THE AUTHOR

...view details