পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

একসঙ্গে নিউ ইয়ার পালন ? মুম্বই বিমানবন্দরে রণবীর-আলিয়া - Ranbir Kapoor and Alia Bhatt

নিউ ইয়ার একসঙ্গে পালন করতে চলেছেন রণবীর ও আলিয়া । তবে বিশ্বের কোন প্রান্তে নতুন বছর তাঁরা কাটাবেন তা জানা যায়নি ।

dgf
fg

By

Published : Dec 29, 2019, 6:50 PM IST

মুম্বই : নিউ ইয়ার একে অপরের সঙ্গে পালন চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট । মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল তাঁদের । সেখান থেকেই বিমানে অনত্র পাড়ি দেন তাঁরা । তবে কোথায় যাচ্ছেন সেকথা এখনও পর্যন্ত জানা যায়নি ।

টি শার্ট ও ট্রাউজ়ারের সঙ্গে মোটা ফ্রেমের চশমা পরেছিলেন রণবীর । অন্যদিকে, টি শার্ট ও ডেনিম জ্যাকেটের সঙ্গে জিন্সের পালাজ়ো পরেন আলিয়া । বিমানবন্দরে পাপারাৎজ়িদের ক্যামেরায় পোজ়ও দেন । কিন্তু, ছুটি কাটাতে কোথায় যাচ্ছেন সেকথা প্রকাশ্যে আনেননি ।

মুম্বইতে পরিবারের সঙ্গেই ক্রিসমাস পালন করেন এই তারকা জুটি । কিন্তু, নতুন বছরটা একান্তে কাটাতে চান তাঁরা ।

কাজের দিক থেকে 'ব্রহ্মাস্ত্র' নিয়ে ব্যস্ত ছিলেন রণবীর ও আলিয়া দু'জনেই । এই ছবিতে তাঁদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অমিতাভ বচ্চন । পরিচালনায় অয়ন মুখার্জি । আগামি বছর মুক্তি পাবে ছবিটি । এছাড়া সঞ্জয় লীলা বনশালির 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ছবিটি রয়েছে আলিয়ার ঝুলিতে । 2020 সালের 11 সেপ্টেম্বর মুক্তি পাবে ওই ছবি ।

ছবিতে গাঙ্গুবাঈ-এর চরিত্রেই দেখা যাবে আলিয়াকে । 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' আন্ডারওয়ার্ল্ড ডনদের মা হিসেবে পরিচিত ছিলেন ।

একাধিক বেআইনি ব্যবসা চালাতেন তিনি । তার মধ্যে দেহ ব্যবসা ছিল প্রধান । তার পাশাপাশি সুপারি কিলার ও ড্রাগ পাচারের ব্যবসা করতেন । এই সব বিষয়ই দেখানো হবে ছবিতে । আর এই ছবিতে কাজ করতে পেরে খুশি আলিয়াও । তবে চরিত্রটিকে কতটা তিনি ফুটিয়ে তুলতে পারেন এখন সেটাই দেখার ।

ABOUT THE AUTHOR

...view details