পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'শোলে'-র রিমেক তৈরি করবেন ? উত্তরে রমেশ সিপ্পি বললেন... - ramesh sippi latest news

বলিউডের অন্যতম কাল্ট ফিল্ম 'শোলে'...এই নিয়ে কারও সন্দেহ নেই । তবে রিমেকের হাওয়ায় গা ভাসিয়ে পরিচালক রমেশ সিপ্পিও কি 'শোলে'-র রিমেক তৈরি করবেন ? উত্তরে রমেশ বললেন...

ramesh sippi on sholey remake
ramesh sippi on sholey remake

By

Published : Apr 21, 2020, 4:56 PM IST

মুম্বই : বন্ধুত্ব, প্রেম, অ্যাকশন, ড্রামা, রিভেঞ্জ-এর ভরপুর মিশেল 'শোলে' । ছবির সংলাপ আর মিউজ়িক তো আজও লোকের মুখে মুখে ফেরে । সেই ছবির রিমেক নিয়ে অনেকদিন ধরে প্রশ্ন করা হয় পরিচালক রমেশ সিপ্পিকে । জবাব দিলেন তিনি ।

IANS-কে রমেশ বললেন, "শোলে-র রিমেক করতে খুব একটা ইচ্ছুক নই । তবে যদি কেউ একেবারে অন্য়রকম ভাবে এটাকে রিপ্রেজ়েন্ট করতে চায়, তাহলে ভাবতে পারি । নাহলে অন্তত 'শোলে'-র ব্যাপারে রিমেকের কথা ভাবতে চাই না ।"

তবে রিমেক কনসেপ্টটার বিরোধী নন রমেশ । বললেন, "অনেক ছবিকেই খুব সুন্দর ভাবে রিমেক করা হয়েছে । তবে এই ফিল্মটা অতটা সহজ নয় ।"

ছবির আইকনিক দৃশ্য..

2007 সালে রাম গোপাল বর্মা একটা ট্রাই করেছিলেন বটে । 'শোলে'-র আদলে তৈরি করেছিলেন 'রাম গোপাল বর্মা কি আগ' । তবে পুরো পৃথিবী সেই প্রচেষ্টাকে প্রত্যাখ্য়ান করে,ফিল্ম চূড়ান্ত ফ্লপ হয় বক্স অফিসে ।

'শোলে' তৈরি করাটা তাঁর কাছে কত বড় চ্যালেঞ্জ ছিল সেটাও শেয়ার করেন রমেশ । বলেন, "এতগুলো মানুষকে একসঙ্গে নিয়ে কাজ করা, এত হাই-অক্টেন অ্যাকশন সিকোয়েন্স, সবাইকে 70mm স্ক্রিনের সঙ্গে পরিচয় করানো..পুরোটা মিলিয়ে 'শোলে' একটা বিশাল চ্যালেঞ্জ ছিল । তবে আমাদের এই প্রচেষ্টা যে সফল হয়েছে, সেই জন্য আমি খুশি । 45 বছর পরেও এই ফিল্ম নিয়ে আলোচনা করেন মানুষ ।"

ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর...

ভুল কিছু বলেননি রমেশ সিপ্পি । আজও 'শোলে' সমস্ত শ্রেণীর ও বয়সের মানুষের কাছে সমানভাবে গ্রহণযোগ্য ।

ABOUT THE AUTHOR

...view details