ফরিদাবাদ : আজ সুশান্ত সিং রাজপুতের বাবা কৃষ্ণ কুমার সিং ও দিদি রানি সিংয়ের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে । ফরিদাবাদে সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি । প্রয়াত অভিনেতার পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় তাঁর ।
এরপর ওই বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখিমুখি হয়ে রামদাস বলেন, "আমার মনে হয় সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেননি । তাঁকে খুন করা হয়েছে । তাঁর পরিবার সুবিচার চাইছেন ।"
19 অগাস্ট সুশান্ত সিং মৃত্যু মামলার তদন্ত মহারাষ্ট্র পুলিশের থেকে CBI-র হাতে স্থানান্তরিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । সেই মতো তদন্তভার গ্রহণ করে 20 অগাস্টই মুম্বই পৌঁছয় CBI-এর বিশেষ তদন্তকারী দল । এরপরই তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে দেন তাঁরা ।
গত কয়েকদিন ধরেই সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি ও রাঁধুনি নীরজ সিংকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । সূত্রের খবর, সুশান্তের ঝুলন্ত দেহ প্রথম দেখেছিলেন সিদ্ধার্থ । নীরজ ও সিদ্ধার্থই এই মামলার মূল দুই প্রত্যক্ষদর্শী । কিন্তু, তাঁদের বয়ানে একাধিক অসংগতি রয়েছে বলে CBI সূত্রে জানা গিয়েছে । আর সেই কারণেই তাঁদের কয়েকদিন ধরেই জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । এছাড়া সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকেও জিজ্ঞাসাবাদ করা হয় ।
জিজ্ঞাসাবাদের পাশাপাশি বান্দ্রার ফ্ল্যাট যেখান থেকে 14 জুন সকালে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল সেখানেও যান তদন্তকারীরা । নীরজ ও সিদ্ধার্থকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণও করেন তাঁরা । এদিকে আজ ফের জিজ্ঞাসাবাদ করা হয় সিদ্ধার্থকে । তাঁর পাশাপাশি আজ রিয়া চক্রবর্তীকে তলব করে CBI । এছাড়া রিয়ার সঙ্গে মুম্বইয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের যে অতিথিশালায় CBI-এর তদন্তকারী দলটি রয়েছে সেখানে হাজিরা দেন তাঁর সহকারী স্যামুয়েল মিরান্ডাও ।