মুম্বই : মুক্তি পেল 'রামপ্রসাদ কি তেরভি'-র ট্রেলার । ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, সুপ্রিয়া পাঠক, কঙ্গনা সেন শর্মা, বিনয় পাঠক, মনোজ পাওয়া, বিক্রান্ত ম্যাসি ও পরমব্রত চট্টোপাধ্যায় । 1 জানুয়ারি হলে মুক্তি পাবে ছবিটি ।
একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছবি ফুটে উঠেছে ট্রেলারে । বাবার মৃত্যুর খবর শুনে বাড়িতে আসে পাঁচ সন্তান । প্রথমদিন বাবার মৃত্যুর জন্য তাদের শোক পালন করতে দেখা গেলেও, কয়েকদিন পরই তাদের আচরণ একেবারেই বদলে যেতে শুরু করে । এদিকে সন্তানদের এহেন আচরণ দেখে অবাক হয়ে যায় তাদের মা । এভাবেই দেখতে দেখতে চলে আসে শ্রাদ্ধের দিন । তবে এরপর কী হবে তা দেখার জন্য ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতেই হবে । এখানে মায়ের চরিত্রে অভিনয় করেছেন সুপ্রিয়া পাঠক । আর মৃত বাবার চরিত্রে দেখা যাবে নাসিরুদ্দিন শাহকে ।