মুম্বই : গতকাল অর্থাৎ 5 অগাস্ট একটি ঐতিহাসিক দিন ছিল অযোধ্য তথা ভারতের ইতিহাসে । অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 1992 সাল থেকে চলে আসা সেই বিতর্ক যেন কোথাও একটা পরিণতি পেল । এই প্রসঙ্গে কঙ্গনা রানাওয়াত চুপ থাকবেন ? না, সেটা কোনওভাবেই সম্ভব নয় ।
কঙ্গনা তাঁর আসন্ন ছবি 'অপরাজিত অযোধ্যা'-তে রাম মন্দিরের ইতিহাস তুলে ধরবেন । সেই জন্য অনেক পড়াশোনা করছেন তিনি । এই প্রসঙ্গে অভিনেত্রী বললেন, "রাম মন্দিরের জন্য অনেক মুসলমানও লড়াই করেছেন । আমার ছবিতে সেই সব রিয়েল লাইফ চরিত্র থাকবে । রাম রাজ্য সব ধর্মের উর্ধ্বে । আমার ছবিও সেই গল্প বলবে ।"