মুম্বই : এমনিতে প্রতিদিন বস্তির 200 টি পরিবারকে প্রতিদিন খাওয়াচ্ছেন রকুলপ্রীত সিং । তার উপর তাঁর নতুন উদ্যোগে মুগ্ধ নেটিজেনরা । নতুন ইউটিউব চ্যানেল খুলে সেই চ্যানেল থেকে উপার্জিত অর্থ PM কেয়ার্স ফান্ডে তুলে দেবেন অভিনেত্রী । সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে নিজেই এই কথা জানিয়েছেন তিনি ।
ভিডিয়োটি শেয়ার করে রকুল লিখেছেন, "হাতে এখন অনেক সময় । তাই আমি আমার ইউটিউব চ্যানেল লঞ্চ করার সিদ্ধান্ত নিলাম । চ্যানেলের পুরোটাই মজায় মোড়া। তবে উপার্জিত পুরো টাকাটাই প্রধানমন্ত্রী ফান্ডে যাবে । যেভাবে হোক, চারিদিকে আনন্দ ছড়িয়ে দিই আসুন । একটা পরিবর্তন আনতে চ্যানেল সাবস্ক্রাইব করুন ।"