পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"সিনেমায় সুযোগের জন্য স্টার কিডদের প্রযোজককে খুঁজতে হয় না" - alia is a best actor

বলিউডের অন্য তারকাদের মতো এবার নেপোটিজ়ম নিয়ে মুখ খুললেন রকুল প্রীত সিং । তাঁর মতে, কোনও সিনেমায় সুযোগ পাওয়ার জন্য বলিউডের স্টার কিডদের প্রযোজককে হন্যে হয়ে খুঁজতে হয় না । যাঁদের পরিবারের কেউ ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন, তাঁদেরই এই সমস্যার সম্মুখীন হতে হয় ।

sdf
xfd

By

Published : Apr 8, 2020, 9:26 AM IST

মুম্বই : বলিউডে নেপোটিজ়ম নিয়ে বিতর্ক নতুন কিছু নয় । এর আগেও একাধিক তারকা এই নিয়ে মন্তব্য করেছিলেন । আর এবার নেপোটিজ়ম নিয়ে মুখ খুললেন রকুল প্রীত সিং । তাঁর মতে, কোনও সিনেমায় সুযোগ পাওয়ার জন্য বলিউডের স্টার কিডদের প্রযোজককে হন্যে হয়ে খুঁজতে হয় না । যাঁদের পরিবারের কেউ ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন, তাঁদেরই এই সমস্যার সম্মুখীন হতে হয় ।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেপোটিজ়ম নিয়ে মন্তব্য করেন রকুল । তিনি বলেন, "যাঁরা ইন্ডাস্ট্রিতে বাইরে থেকে আসেন তাঁদের কোনও সিনেমায় সুযোগ পেতে অনেক সময় লাগে । সিনেমাতে সুযোগ পাওয়ার জন্য স্টার কিডদের কোনও ফোন বা মেসেজ করতে হয় না । এমনকী, প্রযোজককেও খুঁজতে হয় না । কিন্তু, আমরা যারা বাইরে থেকে আসি তাদের একটা সুযোগের জন্য ফোন, মেসেজ করেই যেতে হয় । একটা সুযোগের জন্য প্রযোজক খুঁজে বেরোতে হয় । যদিও সব শেষে বলব নিজের উপর ভরসা রাখা উচিত ।"

যদিও স্টার কিড হলেও আলিয়া ভাট একজন অসাধারণ অভিনেত্রী বলে মনে করেন রকুল । তিনি বলেন, "তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে তাহলে তুমি টিকে যাবে । কেউ যদি বলেন যে আলিয়া ভাট ইন্ডাস্ট্রিতে খুব সহজে সুযোগ পেয়েছেন । এটা আমি মানব না । কারণ আলিয়া একজন অসাধারণ অভিনেত্রী । আর তিনি নিজেকে প্রমাণও করেছেন । পাশাপাশি অনুষ্কা শর্মাকে দেখুন । স্টার কিড না হয়েও তিনি একজন অসাধারণ অভিনেত্রী ।" তবে প্রথমদিকে ইন্ডাস্ট্রিতে কাজ পেতে সমস্যা হলেও এখন অবশ্য চুটিয়ে কাজ করছেন রকুল । সম্প্রতি রাজকুমার রাও-এর বিপরীতে 'সিমলা মির্চি' ছবিতে অভিনয় করেন তিনি । এছাড়া অজয় দেবগনের 'দে দে পেয়ার দে' ছবিতেও দেখা গিয়েছে তাঁকে । বক্স অফিসে ভালোই সাফল্য পেয়েছে ছবিটি ।

এছাড়া দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বাড়ির কাছের বস্তির 200টি পরিবারের হাতে বাড়িতে রান্না করা খাবার তুলে দিচ্ছেন রকুল । লকডাউন যতদিন চলবে ততদিন পর্যন্ত ওই খাবার দিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details