মুম্বই : কয়েকদিন আগেই কোরোনায় আক্রান্ত হয়েছিলেন রকুল প্রীত সিং ও কৃতি শ্যানন । এখন অবশ্য তাঁরা দু'জনেই কোরোনামুক্ত । আর সম্পূর্ণ সুস্থ হয়ে এবার কাজে যোগ দিলেন তাঁরা ।
পরবর্তী ছবি 'মেডে'-তে দেখা যাবে রকুলকে । সেখানে অজয় দেবগণ ও অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । ছবিটি পরিচালনা করবেন অজয় । আর এর মাধ্যমেই প্রথমবার বিগ বি-কে ছবিতে পরিচালনা দেবেন তিনি । ছবিতে অমিতাভের চরিত্র নিয়ে এখনও কিছু জানা যায়নি । সেখানে একজন পাইলটের চরিত্রে দেখা যাবে অজয়কে । আর তাঁর সহকারীর চরিত্রে অভিনয় করবেন রকুল ।
ফোটো সৌজন্য : রকুল প্রীতের ইনস্টাগ্রাম সম্প্রতি শুরু হয়েছে এই ছবির শুটিং । ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন রকুল । সেখানে মেকআপ রুমের মধ্যে হাসিমুখে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর তাঁর চারপাশে দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েকজন মেকআপ আর্টিস্ট । কাজে ফিরে যে খুবই খুশি সেকথা ছবির ক্যাপশনে জানিয়েছেন তিনি ।
ফোটো সৌজন্য : কৃতি শ্যাননের ইনস্টাগ্রাম অন্যদিকে, আপকামিং ছবি 'বচ্চন পান্ডে'-র শুটিংয়ের জন্য গোটা টিমের সঙ্গে জয়সালমেরে পাড়ি দিয়েছেন কৃতি । ইনস্টাগ্রাম স্টোরিতে টিমের সদস্যদের বিমানের মধ্যে বসে থাকার ছবি পোস্ট করেন তিনি ।
এভাবেই অভ্যর্থনা জানানো হয় 'বচ্চন পান্ডে'-র টিমকে (ভিডিয়ো সৌজন্য : ইনস্টাগ্রাম) এই মুহূর্তে জয়লাসমেরের সূর্যগড় ফোর্টে রয়েছেন তাঁরা । সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্থানীয় নাচ ও গানের মাধ্যমে যেভাবে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তারও কয়েকটি ভিডিয়ো তুলে ধরেছেন তিনি । এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি । একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে অক্ষয়কে আর তাঁর বন্ধুর চরিত্রে আরশাদ । এছাড়া কৃতি অভিনয় করবেন সাংবাদিকের চরিত্রে ।